• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টানেলে যুক্ত হচ্ছে ডেনমার্ক ও জার্মানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৯:৫৬ পিএম
টানেলে যুক্ত হচ্ছে ডেনমার্ক ও জার্মানি

পানির নিচ দিয়ে পৃথীবীর সবচেয়ে দীর্ঘ টানেল নির্মা🍸ণ করতে যাচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক ও জার্মানি। সিএনএন জানায়, বাল্ট🎀িক সাগরের প্রায় ১৩১ ফুট নিচ দিয়ে নির্মিত হবে এই টানেল।

১৮ কিলোমিটার দীর্ঘ এই টানেলের মাধ্যমে যুক্ত হবে দেশ দুটো। ২০২০ সালে টানেলের কাজ শুরু হয়েছে এবং ২০২৯ সালে এই টানেল জ🥀নসাধারণের জন্🐽য খুলে দেওয়ার পরিকল্পনা আছে তাদের। ফলে যাতায়তের সময় অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ফেহমার্ন প্রণালীর নিচ দিয়ে নির্মিতব্য এই টানেল দিয়ে ট্রেনে করে জার্মানি থেকে ডেনমার্কে যেতে সময় লাগবে মাত্র ৭ মিনিট এবং গাড়িতে করে লাগবে ১০ মিনিট। বর্তমানে ফেরিতে করে এই দূরত্ব পার করতে সময় প💃্রয়োজন হয় ৪৫ মিনিট। যাতায়তে এই আধঘন্টা সময় বাঁচলে তা দু দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব রাখবে বলে আশা করা হচ্ছে।

পানির নিচ দিয়ে পার হওয়ার জন্য সাগরের তলদেশে বসানো হবে ৮৯ টি বিশাল আকৃতির টানেল সেকশন। ফলে খনন কাজের ব্যাপ্তি কম এই নির্মাণ কাজে। টানেলটির নির্মাণ ব্যয় ♏ধরা হয়েছে ৭১০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার কোটি টাকা।

বিশাল এই কর্মযজ্ঞে সরাসরি কাজ করছেন আড়াই হা🔯জার মানুষ।

Link copied!