• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুদান-দক্ষিণ সুদানের সীমান্ত অঞ্চলে হামলা, নিহত ৫২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ১১:৫২ এএম
সুদান-দক্ষিণ সুদানের সীমান্ত অঞ্চলে হামলা, নিহত ৫২
আবেইয়ে জাতিসংঘের শান্তিরক্ষী শিবির। ছবি : রয়টার্স

সুদান ও༺ দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতায় অন্ꦚতত ৫২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। উভয় দেশের মধ্যে বিতর্কিত আবেই অঞ্চলে সহিংসতা ও প্রাণহানির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কারফিউ জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়ꦍেছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

প্রতিবে✱দনে বলা হয়েছে, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চলে হামলা ও সহিংসতায় বহু মনুষ নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সোমবার জানিয়েছেন দেশটির আবেই অঞ্চলে নারী ও শিশুসহ ৫২ জন মারা গেছেন।

সুদান এবং দক্ষিণ সুদান উভয়ই তাদের যৌথ সীমান্ত বরাবর তেল সমৃদ্🦄ধ এই অঞ্চলের মালিকানা দাবি করে থাকে।

আবেইয়ের তথ্যমন্ত্♊রী বুলিস কোচ জানিয়েছেন, শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যুবকরা প্রতিবেশী আবেইতে হামলা চালায়। সীমানা নিয়ে বিরোধে ২০২১ সাল থেকে এই ধরনের হামলা চলছে এবং সর্বশেষ এই হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। হামলায় নিহতদের পাশাপাশি আরও ৬৪ জন আহত হয়েছেন।

এছাড়া দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের এক শান্তিরক্ষীও নিহত হয়েছেন। নিহত ওই শান্তিরক্ষী ঘানার সেন�♛�া সদস্য।

ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউএনআইএসএফএ) এর বিবৃতি অনুসারে, শনিবার আবেই এলাকার তিনটি ﷺস্থানে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এর ফলে বহু মানুষ হতাহত হয় এবং সহিংসতায় আটকে পড়াদের নিরাপত্তা দিতে বেসামরিক লোকদের ইউএনআইএসএফএ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় ইউএনআইএসএফ✱এ-এর একটি ঘাঁটিও আক্রমণের শিকার হয়। আক্রমণটি🀅 প্রতিহত করা হলেও ঘানার একজন শান্তিরক্ষী নিহত হন

তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেছেন, “বর্তমান ভয়ানক নিরাপত্তা পরিস্থিতির কারণে ব্যাপক ভীতি ও ಌআতঙ্ক তৈরি হয়েছে এবং আমরা কারফিউ জারি করেছি।”

Link copied!