• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারীদের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে এক পুরুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:৪৬ পিএম
নারীদের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে এক পুরুষ

অস্ট্রেলিয়ায় ‘উইমেন ইন টেকনোলজি’ নামের একটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাখা হয়েছে সাইমন বাটন নামের এক ব্যক্তিকে। পুরুষ হয়েও নারীদের তালিকায় তার নাম ওঠা নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোꦍচনা।

এনডিটিভি জানায়, আয়োজক প্রতিষ্ঠান এ বিষয়ে ইতিবাচক থাকলেও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানা💫চ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান ডব্লিউ আই টি বলছে, “আমরা এবারই প্রথম একটি লিঙ্গ নিরপেক্ষ সম্মাননা দিচ্ছি। এর মাধ্যমে আমাদের কমিউনিটির পরিবর্তনশীল চিন্তাধারার প্রতিফলন ঘটানো সম্ভব হবে।”

প্রতিষ্ঠানটি জানায়, এই প্রতিযোগিতার চূড়ানꦫ্ত পর্বে সাইমনই পুরুষ হিসেবে প্রথম প্রার্থী। নারীদের এগিয়ে যেতে উৎসাহ দেয় যেসব পুরুষ, তাদের এভাবে মনোনীত করতে চায় তারা।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, “নারীদের সমর্থন দিবে বলেই আপনারা একজন পুরুষকে ‘উইমেন ইন টেকনোলজি’ ক্যা﷽টাগরিতে মনোনীত করবেন?”

আরেকজন লিখেছেন, “ফাজলামো নাকি?”

প্রত🌌িষ্ঠানটির ওয়েবসাইটে সাইমন বাটন সম্পর্কে লেখা হয়েছে, “তিনি এমন একজন ব্যক্তি যিনি নিরপেকಌ্ষভাবে সবার মতামতকে গুরুত্ব দেন। একইসাথে তিনি তার কর্মক্ষেত্রে বৈচিত্র্য ও সমতাকে সবকিছুর উর্ধ্বে জায়গা দেন।”

চূড়ান্♈ত পর্বে আরও তিনজন নারী জায়গা করে নিয়েছেন। তারা নিজেদের কর্মক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছেন।

পেশাগত পরিসরে নারীদের বিশেষ অর্জনগღুলোকে স্বীকৃতি জানাতে প্রতিবছর এই সম্মাননা দেওয়া হয়।

Link copied!