• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ইসরায়েলের প্রথম পছন্দ সৌদি আরব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২২, ০৮:১২ পিএম
‘ইসরায়েলের প্রথম পছন্দ সৌদি আরব’

জুলাইতে মধ্যপ্রাচ্য সফরের যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ𝔍ই সফর সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে বলে আশা করছে দেশটি।

বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড এই কথা বলেন। তিনি জানান, বাইডেনের সৌদি আরব সফরের♎ দিকে তাকিয়ে আছ🧔ে তার দেশ।

এ প্রসঙ্গে ল্যাপিড বলেন, “প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল 🔯থেকে সরাসরি সৌদি আরবে যাচ্ছেন। সম্ভবত তার এই সফর আমাদের সম্পর্ক উন্নয়নের একটি যোগসূত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে।”

সাংবাদিকদের তিনি বলেন, “সম্পর্ক উন্নয়নেꦍর জন্য ইসরায়েলের পছন্দের দেশগুলোর একটি তালিকায় প্রথমে রয়েছে সৌদি আরব।”

ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশগুলোর ব্যাপারেও সাংবাℱদিকদের সঙ্গে কথা বꦅলেছেন তিনি।

সৌদি আরব সফরের সময় বাইডেনের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তা থাকবেন কিনা জানতে চাইলে সাংবাদি꧋কদের ল্যাপিড বলেন, তিনি এ বিষয়ে জানেন না।

এসময় তিনি ঠাট্টা করে বলেন, “এয়ার ফোর্স ওয়ান (বাইডেনের ব্যক্তিগত বাহন) এ💫কটিඣ বড় বিমান, হয়তো আমরা আমাদের কাউকে বাথরুমে লুকিয়ে রাখব।”

মঙ্গলবার আগামী মাসে মধ্যপ্রাচ্যে বাইডেনের প্রথম সফরের বিষয়টি নিশ্চিত করেছে হোয়𓃲াইট হাউজ। এ সফরে তিনি ইসরায়েল ও পশ্চিম তীরও পরিদর্শন করবেন।

Link copied!