• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মহানবীর ব্যঙ্গচিত্রসহ বই নিষিদ্ধ করল সিঙ্গাপুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৯:২৪ পিএম
মহানবীর ব্যঙ্গচিত্রসহ বই নিষিদ্ধ করল সিঙ্গাপুর

২০১৫ স🎐ালে মহানবী হযরত মুহাম্মদꩲ (সাঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপা করে ফরাসি ম্যাগাজিন শার্লি এব্দো। এ ঘটনার জেরে উগ্রবাদী মুসলিমরা বন্দুক হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির ১১ কর্মীকে হত্যা করেছিল।

৬ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি করেছে সিঙ্গাপুরের সাংবাদিক চেরিয়ান জর্জ। সম্প্রতি প্রকাশিত ‘রেড লাইনস:🥂 পলিটিক্যাল কার্টুনস অ্যান্ড দ্য স্ট্রাগল এগেইনস্ট সেনসরশিপ’ বইতে বেশ কিছু ব্যঙ্গাত্মক ছবি ছাপা করেন তিনি।

এতে শার্লি এব্দোর ঘটনা উল্লেখ করার পাশাপাশি মহানবীর (সা.)-এর বিতর্কিত ব্যাঙ্গচিত্রটিও জুღড়ে দেওয়া হয়। হিন্দু ও খ্রিস্ট ধর্মেরও অবমাননার অভিযোগ ওঠে বইটির বিরুদ্ধে। তাই তবে দেশজুড়ে বিতর্ক শুরুর পর বইটি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সিঙ্গাপুরে ধরনের ঘটনায় জরিমানার স🐭ঙ্গে কারাদণ্ডের সাজা দেওয়ারও বিধান রয়েছে। যদিও প্রশাসন জানায়, “সিঙ্গাপুরের আইন কোনো ধর্মকেই ব্যাঙ্গ করার অধিকার দেয় না। আর তাই এ বই বিক্রির অনুমতি দেওয়া সম্ভব নয়।&r🌱dquo;

গত বছর একই ধরনের ছবি প্রদর্শনের জেরে খুন হন ফ্রান্সের এক শিক্ষক। এ ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতার সমর্থন করে সমালোচিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
 

Link copied!