• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বভ্রমণের রেকর্ড গড়লেন সর্বকনিষ্ঠ পাইলট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১২:২৪ পিএম
বিশ্বভ্রমণের রেকর্ড গড়লেন সর্বকনিষ্ঠ পাইলট

সবচেয়ে কম বয়সীꦆ ব্যক্তি হিসেবে পুরো পৃথিবী ভ্রমণের রেকর্ড গড়েছেন এক কিশোর পাইলট। ১৭ বছর বয়সী ম্যাক রাদারফোর্ড একটি ছোট বিমানে করে♌ পাঁচ মাস ধরে একাই ঘুরে বেড়িয়েছেন ৫২টি দেশে।

জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক ম্যাক 🐟বেড়ে উঠেছেন বেলজিয়ামে। স্থানীয় সময় বুধবার ভ্রমণের বিশ্বরেকর্ড গড়ে বুলগেরিয়ার সোফিয়ায় অবতরণ করেন তিনি।

দীর্ঘ এই সফরে সুদানে ধুলিঝড়ের ✃কবলে পড়েছেন তিনি। রাত কাটিয়েছেন জনবসতিহীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে।

এর আগে এককভাবে উড্ডয়নের রেকর্ড গড়েছিলেন ব্রিটিশ পাইলট ট্র্যাভিস লুডলো। ১৮ বছর বয়সী লুডলো গত বছর তার যাত্🏅রা শেষ করেন।

ম্যাক রাদারফোর্ডের বড় বোন জারাও বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প⭕াইলট হিসেবে বিশ্বভ্রমণের রেকর্ড গড়েছিলেন। এ বছরের জানুয়ারিতে তার যাত্র🧔া শেষ হয়।

ম্যাককে অভিবাদন জানানোর সময় সোফিয়া বলেন, সফর থেকে ফিরে ভাইয়ের সঙ্গে নিজের ভ্রমণের পরিকল্পনা শ��েয়ার করেছিলেন তিনি। বোনের দেখানো পথ অনুসরণ করেই তার রেকর্ডে ভাগ বসিয়েছেন♛ ম্যাক রাদারফোর্ড।

 

Link copied!