• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ড্রোন হামলায় ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৯:২৭ এএম
ড্রোন হামলায় ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা

ড্রোন হামলার মাধ্যমে হত্যার✱ চেষ্টা করা হয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা ✨আল-খাদিমিকে।

রোববার (৭ নভেম্বর) ব্রিটিশ সং🌞বাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী বাগদাদে 𒅌খাদিমির বাসভবনেই তাকে হত্যার জন্য ড্রোন হামলা চালানো হয়।

মোস্তফা আল-খাদিমি জানিয়েছেন তিনি অক্ষত আছেন। অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হয়ে🐈ছে।

ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বౠান জানিয়ে টুইট করেন মোস্তফা আল-খাদিমি।

অন্যদিকে এক෴ বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়🍸েছে এবং তিনি নিরাপদে ও ভালো আছেন। বিবৃতিতে এর বেশি কোনো তথ্য দেওয়া হয়নি।

দেশটির স꧋াবেক গোয়েন্দা প্রধান মোস্তফা আল-খাদিমি গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নে꧙ন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানপন্থি সশস্ত্র গ্রুপগুলোর সমর্থকরা বাগদাদে বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় তারা ইরাকের সর্বশেষ পার্লামেন্ট নির্ﷺবাচনের ফলাফলের বিরোধীতা করেন। কারণ সর্বশেষ নির্বাচনে ইরাকি পার্লামেন্টে কিছু ক্ষমতা হারিয়েছেন ইরানপন্থꩲিরা।

Link copied!