• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জঙ্গিগোষ্ঠী আইএসের অর্থ জোগানদাতা আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১০:২৮ এএম
জঙ্গিগোষ্ঠী আইএসের অর্থ জোগানদাতা আটক

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট, আইএসের প্রধান অর্থ জোগানদাতা সামি জসিম আল-জাবু♒রিকে আটক করেছে ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি জানান, সীমান্তের বাইরে বিশেষ নিরাপত্তা অভ🐓িযানে এই আইএস নেতাকে আটক করে সামরিক বাহিনী।

তবে এ অভিযান কোন এলাকায় পরিচালিত হয়েছে, সে বিষয়ে কোনো নির্🧸দিষ্ট তথ্য দেননি কাদিমি। ইরাকের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এএফপিকে জানান, তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে সামি জসিমকে আটক করা হয়𒈔েছে। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তুরস্কের কর্তৃপক্ষ।

এর আগে সামি জসিমের তথ্য পেতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ‘হাজি হামিদ’ নামে পরিচিত সামি 🦂জসিম একসময় প্রয়াত আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর সহকারী ছিলেন। দুই বছর আগে সামরিক অভিযানে নিহত হন বাগদাদী।

প্রধানমন্ত্রী আল-কাদিমি বলেন, সামি জসিম আইএসের গুরুত্বপূর্ণ নেতা। জঙ্গিগোষ্ঠীটির অর্থ তহবিলের দায়িত্বে ছিলেন তিনি। ইরাক ও সিরিয়া ইসলামিক স্ꦫটেটের দখলে থাকাকালীন তেল, গ্যাস, পুরাতাত্ত্বিক নিদর্শন ও খনিজ সম্পদ বিক্রি করে আইএসকে অর্থ জোগান 🌞দিতেন।

Link copied!