• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


উদ্বোধনের সময় কর্মকর্তাদের ভারেই ভেঙে পড়ল সেতু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৫:১০ পিএম
উদ্বোধনের সময় কর্মকর্তাদের ভারেই ভেঙে পড়ল সেতু

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর💙সি) একটি সদ্য নির্মিত সেতু ধসে গেছে। কর্মকর্তဣারা এটি উদ্বোধন করতে এলে তাদেরসহই ধসে পড়ে সেতুটি।

স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেস ꩵনিউজ এজেন্সি জানায়, বর্ষাকালে স্থানীয়দের নদী পার হতে সাহায্য করার জন্য ছোট সেতুটি তৈরি করা হয়েছিল। আগে সেতুটির অস্থায়ী কাঠামোটি প্রায় সময়ই ভেঙে পড়ত। তাই নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, কর্মকর্তা ও অতিথিদের উদ্বোধ🅺ন অনুষ্ঠান চলাকালীন সেতুর ওপর দাঁড়িয়ে আছেন। সেতুর এক প্রান্তে লাল ফিতা কেটে তারা এর উদ্বোধন করতে আসেন।

এক নারী কর্মকর্তা ফিতা কাটতে কাঁচি বের করার সঙ্গে সঙ্গেই কর্মকর্তাদের ভারে সেতুটি ভেঙে দুই ভাগ হয়ে যায়। দুর্ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে।ꦡ সেতুর নির্মাণকৌশল নিয়ে প্রশ্ন তুলেও হাসিঠাট্টা করছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে𝓡, ভেঙে পড়া সেতুর এক প꧂্রান্তে ঝুলে ওপরে ওঠার জন্য সাহায্য চাইছেন ওই নারী কর্মকর্তা। নিরাপত্তাকর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে টেনে ওপরে তোলেন।

সরকারি প্রতিনিধিদলের বাকি সদস্যরা সেতুতে ঝুলে থাকলেও সৌভাগ্ꦿযক্র🐻মে কেউ নদীতে পড়েননি।

 

Link copied!