• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আলজেরিয়ার দাবানলে সেনাসহ ৪২ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৩:০৪ পিএম
আলজেরিয়ার দাবানলে সেনাসহ ৪২ জনের মৃত্যু

আলজেরিয়ার রাজধানীর আলজিয়ার্সের পূর্বাঞ্চলে পাহাড়ী ব꧙নের দাবানল থেকে গ্রামবাসীকে উদ্ধার করতে গিয়ে অ🍸ন্তত ২৫ জন সেনার মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট আ꧅বদেলমদজিদ তেবুন এই তথ্য জানান। এছাড়াও এক টুইটে তিনি উল্লেখ করেন, ১০০ জন মানুষকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে সৈন্যরা ‘শহীদ’ হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানি💟য়েছে, দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আরও ১১জন সেনা দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার পর্যন্ত উত্তরাঞ্চলের ১৮ প্রদেশের মধ্যে ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা গেছে কাবিলি অঞ্চলে।সামাজিক মাধ্য✱মের ছবিতে কাবিলির পাহাড়ি বন পুড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে বনে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগা⭕নোর অভিযোগ তুলেছেন আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌদ। আগুন লাগানোর অভিযোগে মেদেয়া ও আন্নাবা জেলা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার😼 করা হয়েছে।

Link copied!