• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আবারও ইউরোপের গ্যাস সরবরাহ কমাল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০৪:২২ পিএম
আবারও ইউরোপের গ্যাস সরবরাহ কমাল রাশিয়া

ইউক্রেন যুদ্ধে♊র শুরু থেকেই নিষেধাজ্ঞা আরোপের জেরে রাশিয়ার সঙ্গে🅺 জ্বালানি নিয়ে বিরোধ চলছে ইউরোপের। তেল ও গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভর দেশগুলোর অভিযোগ দেশটি জ্বালানিকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

রাশিয়া এসব অভিযোগ অস্বীকꩲার করলেও কয়েক দফায় তারা ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। সর্বশেষ সোমবার ইউরোপে পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য আরেক দফা গ্যাস সরবরাহ আবারও কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

এক বিবৃতিতে গ্যাজপ্রম জানায়, রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম ওয়ান এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে উৎপাদন ২০ শতাং꧙শ হ্রাস করা হবে। ফলে গ্যাস সরবরাহ অর্ধেক কমে যাবে।

এদিꦰকে জার্মানির অভিযোগ, প্রযুক্তিগত এরকম কোন ত্রুটি আসলে নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ কড়ছে রাশিয়া। শীতকালে ইউরোপে গ্যাস সংকট সৃষ্টির জন্য রাশিয়া পায়তারা করছে বলেও দাবি তাদের।

বিবিসি জানায়, শীতেকালেইউরোপে গ্যাসের ব্যাবহার সবচেয়েবেশি হয়। তাই নতুন করে রাশিয়া সরবরাহ কমিয়ে দিলে শীতের আগওে ইউরোপের দেশগুলোর গ্যাস মজুদ করা কঠিন হয়ে পড়বে। 

গত কয়েক সপ্তাহ ধরেই নর্ড স্🐈ট্রিম ওয়ানে গ্যাসের প্রবাহ কমেছে। এ মাসেই রক্ষণাবেক্ষণের বিরতির জন্য দশ দিন পুরোপুরি সরবরাহবন্ধ রাখা হয়েছিল।

ইউরোপের দেশগুলোর ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। তাই রাশিয়ার সরবরাহ কমিয়ে দেওয়া অꦍথবা পুরোপুরꦛি বন্ধ করে দেবার হুমকি মোকাবেলায় সদস্য দেশগুলোকে গ্যাসের ব্যাবহার ১৫ শতাংশ কমিয়ে আনার আহবান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।

Link copied!