• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিমরুল কামড়ালে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০২:৪১ পিএম
ভিমরুল কামড়ালে যা করবেন
ছবি- সংগৃহীত

১২ অক্টোবর শনিবার ময়মনসিংহে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। ভিমরুলের কামড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ভিমরুল ছোট পতঙ্গ হলেও খুবই ভয়ংকর। কারণ ভিমরুলের বিষ একধরনের অ্যালক্যালাইন পদার্থ। এসিটাইলকোলিন ও হিস্টামিনের সঙ্গে আরও কিছু রাসায়নিক দিয়ে এই বিষ সৃষ্টি হয়। একটা ভিমরুল প্রতিবার হুল ফোটালে ২-৫ মিলিগ্রাম ব🦄িষ ছাড়ে। তার মানে কারও শরীরে ভিমরুল ১৫ বারের বেশি কামড়ালে তার জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। আর মৌমাছি একবার ☂কামড়ালে ভিমরুল একাধিকবার কামড়াতে পারে।

ভিমরুল কামড়ালে কী হয়
আক্রান্ত স্থান ফুলে যায়, লাল হয়, ফুসকুড়ি ওঠে, দাগ হয়, ব্যথা হয়। আর যদি বেশি কামড়য়ায়🍎 তাহলে আক্রান্ত ব্যক্তির ঘুম ঘুম ভাব হওয়া, মাথা ঝিমঝিম করা, সার💖া শরীরে চুলকানি, শরীরে জ্বালাপোড়া, চোখ লাল হওয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ঠোঁট-জিব ফুলে যাওয়াসহ আরও মারাত্মক ঘটনা ঘটে। অনেক সময় মারাত্মক রূপ নেয়। তাই সতর্ক হতে হবে।

ভিমরুল কামড়ালে কী করতে হবে

  • ভিমরুল হুল ফুটিয়ে থাকলে তা তুলে ফেলুন। এরা সাধারণত ত্বকের সঙ্গে একই সমতলে আঁকড়ে ধরে থাকে। তাই সরানোর জন্য ধীরে ধীরে এদের ওপরে এবং পাশে আঙুল বুলান, তার পর আচমকা ঠেলে ফেলে দিন।
  • জীবাণুনাশক সাবান ও পরিষ্কার পানি দিয়ে কামড় দেওয়া জায়গা ধুয়ে ফেলতে হবে।
  • হুল ফোটানোর পর সেই স্থানটিতে গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। তাই জ্বালা কমানোর জন্য ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে
  • ঠান্ডা সেঁক দেওয়ার পর জীবাণুনাশক ক্রিম লাগিয়ে রাখতে হবে।
  • এতো কিছু করার পরও যদি সমস্যা না কমে বা অস্বস্থি বাড়ে তাহলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। আর যদি ভিমরুল শিশু, বৃদ্ধ বা গর্ভবতী মহিলাকে কামড়ায় তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ায় ভালো।
Link copied!