• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুর পাল্টালেন স্ত্রী, ‘নিরব পরকীয়ায় জড়িত নন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৪:৫৩ পিএম
সুর পাল্টালেন স্ত্রী, ‘নিরব পরকীয়ায় জড়িত নন’
নিরব ও কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরবের সংসারে ভাঙরের সুর বাজছে। সামাজিক মাধ্যমে পরকীয়ার এমন আভাস দিয়ে এমন বার্তা দিয়েছিলেন নিরবের স্𝄹ত্রী কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে  নিরবে﷽র বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে দাম্পত্য জীবনের ইতি টানারও ইঙ্গিত দেন তিনি। অবশ্য ঘন꧃্টাখানেক পর ঋদ্ধি ওই পোস্ট মুছে দেন। তাতে  তেমন লাভ হয়নি, এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নিরব-ঋদ্ধির সংসার ভাঙনের গুঞ্জন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি আরও জটিল আকার ধারণ করছিল। অবশেষে পিছু হটলেন ঋদ্ধি। নিরবের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিলেন। জানালেন, পরকীয়ায় জড়িত নন নিরব। রাতে দেওয়া পোস্টের জন্য ক্ষমা চান 𝐆ঋদ্ধি𓂃।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ফেস𝓀বুকে ঋদ্ধি লেখেন, ‘গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল। এটা ছিল একপাক্ষিক যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।’

রꦆাতে দেওয়া তার পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ঋদ্ধি।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে🐻 গেছেন নিরব। সেখানে বিভিন্ন স্টেজ শোতে পারর্ফম করার কথা রয়েছে তার। এর মাঝেই স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদে🍸র গুঞ্জন তৈরি হয়।

নিরবের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ এনে বুধবার (২৭ নভেম্বর) ভোররাতে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী ঋদ্ধি। প্রথম স্ﷺট্যাটাসে তিনি লিখেছেন, ‘বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে। আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া ♉করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পড়ে থাকতে দেব না।’

এরপর দ্বিতীয় স্ট্যাটাসে ঋদ্ধি লিখেছেন, ‘নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপ﷽নার কখনোই পছন্দ ছিল না! তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে এক দিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া-দাক্ষিণ্য করে আমার সঙ্গে থাকার জন্য, এডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।’

নিরব মুক্ত জানিয়ে তিনি আরও লিখেছেন, 𒁏‘আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গহীন হলেন! ঋদ্ধি সংক্রান্ত কোনো রকম আপদ আপনার সুন্দর 🎀জীবনের ধারে কাছে আর না। আল্লাহর কাছে দোয়া করি, আপনি আসলেই অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারও খারাপ করতে পারেন না। অন্তত আমি ২০১৪-২০২৪ এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ। শুধুমাত্র আমিই ছিলাম আপনার চক্ষুশূল এবং একমাত্র বিরক্তির কারণ! এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

ভালোবাসার শুরুর কথা স্মরণ করিয়ে ঋদ্ধি আরও লিখেছেন, ‘২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার যা, বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না এজন্য যেকোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আ🙈পনার সঙ্গে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না! আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফরএ🧜ভার।’

কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি  লিখেছেন, ‘আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কীভাবে সহ্য করব? শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে আপনাকে আর বিরক্ত করতে আমার না হয়। আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান সেই দোয়া করি এই আজানের সময়! সরি ফর অল যাই পজ🎐েজিভনেস এ্যান্ড মেন্টাল টরচারস। আমাকে মন থেকে মাফ করে দিয়েন।’

২০১৪ সালে কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে ভালোবাসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। তাদের এই বিয়ে মেন༺ে নেয়নি ঋদ্ধির পরিবার। নিরবের নামে মা🦩মলা ঠুকে দিয়েছিলেন তাঁরা। তবে এই ঘটনা তাঁদের পথচলায় বাঁধা হতে পারেনি। নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।

Link copied!