• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৪ মেরে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার, হাসপাতালে মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৯:৩৫ এএম
৪ মেরে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার, হাসপাতালে মৃত্যু

টানা দুই বলে দ✃ুটি চার হাঁকানোর পর মাঠেই লুটিয়ে পড়তে হয়েছে এক ক্রিকেটারকে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফ𒁏িতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঘটেছে এমনই এক ঘটনা। লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশের ম্যাচে এমনটি দেখা গেছে।

মহারাষ্ট্রের অরঙ্গাবাদের🎶 গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার মেরে এই ওপꦅেনার দলকে পৌঁছে দেন ৪৫ রানে।

কিন্তু কে জানত, পরপর দুই বলে চার মারা ইমরানের খুব কাছেই তখন অপেক্ষা করছিল মৃত্যু। টানা দুই চারের পর মাঠের বাইরে থাকা সতীর্থরা যখন আনন্দিত, মাঠে থাকা প্যাটেল অসুস্থ বোধ করতে শুরু করে🐈ন।

অসুস্থতা না কমায় প্যাটেল আম্পায়ারকে গিয়ে জান෴ান, তার ঘাড় ও হাতে ব্যথা করছꦗে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও নেন তিনি। আম্পায়ার তাকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন।

কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে♌ পড়েন প্যাটেল। এ সময় দৌড়ে সাহায্যের জন্য এগিয়ে যান অন্য খেলোয়াড়েরা। এরপর জরুরিভিত্তিতে প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বটে কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অন্যলোকে পাড়ি জমান ছত্রপতি সম্ভাবজিনগরের উদীয়মান এই ক্রিকেটার।

প্যাটেলের মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচ। এখনো স্কোরকার্ডে তার ন𒅌ামের পꩲাশে লেখা ১৮ বলে ৩ চারে অপরাজিত ২২ রান!

Link copied!