• ঢাকা
  • বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পুরুষদের হরমোনজনিত বদলে যা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০২:৪৫ পিএম
পুরুষদের হরমোনজনিত বদলে যা হয়
সূত্র: সংগৃহীত

মেয়েদের মতো ছেলেদেরও হরমোনজনিত বদল হয়। তবে মেয়েদের মতো ছেলেﷺদের প্রতিমাসেই নির্দিষ্ট দিনে হরমোন বদল হয় না। পুরুষদের হরমোন চক্র শুরু হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। তবে  পুরুষদের হ🦂রমোনজনিত বদলের কারণে মুড সুইং হয়। অর্থাত্ মেজাজ বদলায়। এই সময় পুরুষরা খিটখিটে থাকে। যা তাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে।

মনস্তত্ত্ববিদ𝄹রা জানান, পুরুষ এবং নারীদের পরস্পরের হরমোন জনিত বদলের বিষয়ে সঠিক ধারণা থাকা জরুরি। এতে সম্পর্ক ভালো থাকে। একে অন্যকে সহজেই বুঝতে পারে।

পুরুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য টেস্টোস্টেরন হরমোন এক জরুরি উপাদান। ‘পুরুষ হরমোন’ হিসেবেও পরিচিত টেস্টোস্টেরন শরীর গঠন, মনমেজাজ থেকে শুরু করে যৌনজীবনে রাখে গুরুত্বপূর্ণꦆ ভূমিকা। মনোবিদ চিকিৎসকরা জানান, পুরুষের ২৪ ঘণ্টার হরমোন-চক্র হয়। সকালের দিকে তাদের  টেস্টোস্টেরন থꦇাকে সর্বোচ্চ পর্যায়ে। দিন যত গড়াবে, এর মাত্রাও কমতে থাকবে।

পুরুষের হরমোনজনিত বদলের প্রভাব তৎক্ষণাৎ দেখা যেতে পারে। এর প্রভাব প্রতিদিনের আচরণে পড়ে। পুরুষরা যখন ঘুম থেকে ওঠেন, তখন সবচেয়ে বেশি সতেজ থাকেন। সকালে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যখন বেশি🍷 থাকে, তখন পুরুষের চনমনে ভাব, আত্মবিশ্বাস বেশি থাকে। এমনকি যৌন আকাঙ্ক্ষাও বেশি থাকে। দিনের দ্বিতীয়ভাগে টেস্টোস্টেরন কমতে থাকে। মেজাজেও বদল হয়। চনমনে ভাব কমতে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা হলে ক্লান্তি বোধ দেখা দেয়। কেউ কেউ আবার ছোট ছোট বিষয়েও বিরক্তি প্রকাশ করে।

মনোব🦋িদরা জানান, পুরুষ ও নারীদের হরমোনজনিত বদল বিষয়টি মাথায় রেখেই সারা দিনের কাজের পরিকল্পনা করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো সকালের দিকেই সেরে ফেলুন। দিনের শেষের দিকে কম গুরুত্বপূর্ণ বা হালকা কাজগুলো রাখুন। পুরুষরা যেহেতু বাড়ির বাইরেই বেশি সময় থাকছেন, তাই দিনের শেষ ভাগে বাড়ি ফিরে তাদের বিশ্রামে সুযোগ থাকতে হবে। হরমোন বদলের সামঞ্জস্যতা বজায় রাখতে পর্যাপ্ত বিশ্রামও প্রয়োজন।

Link copied!