• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিশুর নতুন দাঁত গজানোর সময় নিন বিশেষ যত্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ১০:৫৫ এএম
শিশুর নতুন দাঁত গজানোর সময় নিন বিশেষ যত্ন

সাধারণত নয় মাসের মধ্যে শিশুদের দুধের দা꧋ঁত গজিয়ে যায়। এই সময়ে হাতের কাছে যা পায়, তাতেই কামড় বসানোর প্রবণতা দেখা যায়। তাছাড়া দাঁত গজানোর সময় থেকে শিশুদের মাড়িতে নানা রকম সমস্যা হতে পারে। কারও কারও যন্ত্রণাও হয়। সেই কষ্টের কথা মুখে বলে প্রকাশ করত൩ে পারে না বলে সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। কোনো কিছুতেই সুস্থ বোধ করে না। অনেকেরই খিদে কমে যায়। পেটের গন্ডগোল, জ্বর বা বমি হতে পারে।

শিশুদের নতুন দাঁত ওঠার সময়ে এমন সমস্যা হওয়ার কারণ

কমব🅰েশি সব শিশুরই দাঁত ওঠার সময়ে মাড়ি শিরশির করে, ব্যথা হয়। তবে সকলের ব্যথা সহ্য করার ক্ষমতা সমান নয়। অতিরিক্ত ব্যথা হলে, চিকিৎসকের পরামর্শ নিতে হয়।

এ অবস্থায় কী করবেন

চিবোনো যায় এমন খেলনা দিতে হবে। চিকিৎসকের পরামর্শে কামড়ানোর খেলনা দিন। তাতে দাঁতের ক্ষতি হবে না। এগুলো দেওয়ার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তাতে শিশুর আরাম লাগ🌞বে।

ঠান্ডা পানিতে ভেজানো কাপড়

খেলনা দিতে না চাইলে পরিষ্কার, সুতির কাপড় পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। মাড়ি💦তে ব্যথা হলে বা কিছু কামড়াতে চাইলে ফ্রিজ থেকে বের করে সেই কাপড় চিবোতে দিন। শিশুর অস্বস্তি কমবে এবং আরাম লাগবে।

বাচ্চাদের ব্রাশ
বাচ্চাদের জন্য নরম ব্রিসলযুকꦫ্ত দাঁত মাজার ব্রাশ পাওয়া যায়। চিবানোর জন্য সেগুলোও বাচ্চাদের দিতে পারেন।

Link copied!