• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লেবু পানি যাদের খাওয়া মানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৫:৫৭ পিএম
লেবু পানি যাদের খাওয়া মানা
ছবি : সংগৃহীত

অনেকেই সকালে ওজন কমানোর জন্য এক গ্লাস লেবু-পনি পান করেন। আবার হজম ভালো রাখতেও লেবু পানি খেয়ꦏে থাকে। একই রকম ভাবে ক্লান্তি দূর করে লেবু পানি। তবে লেবু পানি সবার জন্যই কী উপকারী? ভিটামিন সি 💞ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লেবু পানি শরীরের জন্য উপকারী হলেও যাদের  এসিডিটি আছে বা দাঁতে ব্যথা আছে তাদের জন্য লেবু পানি খাওয়া মানা। চলুন জেনে নেই, লেবু পান খাওয়া মানা যাদের-

অ্যাসিডিটির সমস্যা আছে যাদের
✱যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের লেবু পানি এড়িয়ে চলা উচিত। কারণ লেবু অম্লধর্মী। ফলে লেবুতে থাকা অম্লীয় উপাদান শরীরের জ💮ন্য ক্ষতিকর।

দাঁতের সমস্যায়
লেবু পানি দাঁতে এনামেল ক্ষতিগ্রস্ত করে। যাদের 📖দাঁতে পূর্বে থেকেই ব্যথা কিংবা অন্যা൲ন্য সমস্যা আছে তাদের লেবু পানি পান না করায় ভালো। তবে লেবু পানি খেলেও মুখ ধুয়ে ফেলা উচিত।

মাইগ্রেনের সমস্যায়
যাদের মাইগ্রেনের সমস্যা আ🐓ছে তাদের লেবু পানি না খাওয়া⛄য় ভালো। কারণ লেবু পানি মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে তোলে। 

Link copied!