বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত পর্ষদের নিয়োগ দেওয়া সোশ্যাল ইসলꦛামি ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৫৭৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটির বর্তমান পর্ষদ।
এসআইবিএলের মানবসম🦩্পদ বিভাগ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করার চিঠি দিয়েছে।
ব্যাংকের একজন ঊর্ধ্বতন♉ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এই কর্মকর্তাদের অধিকাংশ চট্টগ্রামের একটি বিশেষ এলাকার। ⭕পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল না।
এসআইবিএলের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংকটিতে বর্তমানে ৪ হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রায় ২ হাজার চট্টগ্রামের পটিয়ার।&n🌞bsp;
তিনি আরও জ🌺ানান, ২০২৪ সালে ৫৭৯ কর্মকর্তাকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নি✨য়োগ দেওয়া হয়। এসব নিয়োগে কোনো ধরনের সার্কুলার, পরীক্ষা, সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়নি।
জানা যায়, সম্প্রতি ব্যাংকের এক পর্ষদ সভায় ৫৭৯ কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়।
বৃহস্☂পতিবার তাদের প্রত্যেককে চিঠি দিয়ে চাকরিচ্যুতির কথা জানায় ব্যাংকের মানবসম্পদ বিভাগ। শুক্রবার ১ নভেম্বর থেকে সেটি কার্যকর হবে।