• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারধরের ছবি ভাইরাল, যা বললেন মেহজাবীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১২:১২ পিএম
মারধরের ছবি ভাইরাল, যা বললেন মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে একটি পোশাকের শোরুম উদ্বোধনের কথা ছিল শনিবার (২ নভেম্বর)। নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে স্থানীয় ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বা𝓰ধার মুখে তিনি ওই শোরুমটি উদ্বোধন করতে পারেননি। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

পাশাপাশি চট্টগ্রামে মেহজাবীনকে মারধর করা হয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ে! অথচ ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর একটি নাটকের লুকꦐ, যা তিনি মাসখানেক আগে শেয়ার ক💛রেছিলেন।  

এ ঘটনার পরে অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে অনুরাগীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমেꦿ একটি পোস্ট দেন। যেখানে তিনি সুস্থ আছেন বলে জানান।

মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধুবান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়া🌺র জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’ 

এরপর তিনি বলেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের ꩲউদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানব🐷ন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।’ 

চট্টগ্রামের ঘটনার পর মেহজাবীনের একটি নাটকের এই লুক ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে
সবশেষে অভিনেত্রী লিখ▨েছেন, ‘তাই আয়োজক এবং আমি🗹 সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার।’

মেহজাবীন💛ের সেই পোস্টের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সারাদিন অনেক টেনশনে ছিলাম, যা🐬ক এখন একটু স্বস্তি পেলাম।’ আরেক অনুরাগীর বলেন, ‘আপনি সাবধানে পৌঁছেছেন এটা জানার পর ভালো লাগছে। ভালো থাকুন সবসময় আপনি।’

ফেসবুক🎐ে সমালোচনায় আপত্তি, মাঝপথে বন্ধই করে দিতে হলো নাটকফেসবুকে সমালোচনায় আপত্তি, মাঝপথে বন্ধই𓂃 করে দিতে হলো নাটক।

অন্যদিকে, চট্টগ্রামে আসলে কী ঘটেছিল, তা এখনও স্পষ্টভাবে বলছেন না মেহজাবীন কিংবা ওই শোরুমের সংশ্লিষ্ট কেউই! এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’র ব𓆏্যবꦇস্থাপক ইমদাদ হোসেন শুধু বলেন, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা উনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না’। 

প্রসঙ্গত, ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজ๊ের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্🃏তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। যেখানে চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানিয়েছিলেন তিনি। 

Link copied!