নেত্রকোণার ক🔜লমাকান্দায় সাবেক সেনাসদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘট🐷না ঘটেছে।
এ💃 ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল ক♒লেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলম▨াকান্দা থানার ভারপ্রাপ্ত কꦿর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃতরা হলেন- উপজেলার শুনই গ্ꦚরামের সাবেক সেনাসদস্য রফিকুল ফকির (৫০) ও তার কাজের লোক সুমন মিয়া (২৮)।
পুলিশ জানায়, সকালে নিজ বাড়িতে কৃষিকাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করছিলেন রফিকুল ফকির। এ সময় ♋অন্য দুজনও তার সঙ্গে ছিলেন। ছেঁড়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন রফিকুল ফকির। অন্য দুজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ🦩্যুৎস্পৃষ্ট হন।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ফকির ও সুমনকে মৃত ঘোষণা করেন। আর জাহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল ক💝লজে হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদে꧟র পরিবারের 🌟সঙ্গে কথা বলে অপমৃত্যুর মামলা করা হবে।