শিশুদের মাথায় এক ধরণের ছত্রাক বা ডার্মাটোফাইটের সংক্রমণ হলে মাথার ত্বকে সমস্যা দেখা দেয়। এতে প্রচণ্ড চুলকানি হতে পারে, চুলের গোড়া বা ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পা🍰রে এবং চুল পড়ে যেতে পারে। এমনকি কখনো কখনো ভ্রু বা চোখের পাঁপড়িকে আক্রমণ করে।
বাংলাদেশের আবহাওয়া উষ্ণ–আর্দ্র। এ ধরণের আবহাওয়ায় ছত্রাকের আক্র꧙মণ বেশি হয়। তাই শিশুকে ছত্রাকের সমস্যা থেকে বাাঁচাতে শিশুর প্রতি বিশেষ যত্নশীল হতে হবে।
- শিশুর মাথা পরিষ্কার রাখতে হবে। মাথায় যেন ময়লা না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।
- শিশুর মাথার ত্বকের উপযোগী শ্যাম্পু দিয়ে মাথা ভালো ভাবে ধুতে হবে।
- শিশুর ত্বক খুব সংবেদনশীল। তাই তার ব্যবহারের জিনিসপত্র আদালা রাখুন। শিশুর মাথা মোছার তোয়ালে, চিরুনি বা ব্রাশ আলাদা রাখতে হবে।
- বালিশের কাভার, তোয়ালে, জামাকাপড় সহ শিশুর ব্যবহৃত সব জিনিস পরিষ্কার রাখতে হবে।
- নিয়মিত শিশুর মাথায় চিরুনি করতে হবে। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়।
- বাড়িতে পোষা প্রাণী থাকলে সতর্ক থাকতে হবে। ছত্রাকের সংক্রমণ ছোঁয়াচে। যদি পোষা প্রাণীর ছত্রাকের সংক্রমণ হয়ে তাহলে তার সংস্পর্শে গেলে যে কারণ হতে পারে। পোষা প্রাণী থেকেও ছত্রাকের সংক্রমণ হতে পারে।