নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে চলচ্চিত্রের খুব একটা অভিনয় না করলেনও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে তিনি তার মন্তব্য তুলে ধরেন ফেসবুকে। শুক্রবার🐬 (৫ আগস্ট) রাতে ঘোষণা দেয়া হয় জ্বালানি তেলের দাম বৃদ্ধির। এর পরই ওমর সানী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
নিজের ভেরিফায়েড ফেসবুকে ওমর সানি লিখেছেন, “হাঁটা এবং সাইকেল।” তার এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে গাড়ি ভাড়া এড়াতে চাইলে সাইকেল কিংবা হেঁটে গন্তব্যে পৌঁছানোর বিকল্প নেই। এটা বোঝাতেই হয়তো নেট দুনিয়ায় শব্দ দুট꧅ি লিখেছেন তিনি। এদিকে ওমর সানীর এই ভাবনার🅠 সঙ্গে মিলে গেছে নেটিজেনদের ভাবনা। তাদের অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন।
জনপ্রিয় এ অভিনেতা ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে এখন আর আগের মতো নিয়মিত ন♕ন ওমর সানী। মাঝেমধ্যে তার দেখা মেলে রুপালি পর্দায়।