এলভিশ যাদব ভারতের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম। সম্প্রতি তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেꦚন্ট ডিরেক্টরেট (ইডি)। বন্য প্রাণী অপরাধ আইন অনুযায়ী, বেআইনিভাবে বন্য প্রাণী ব্যবহারের অপরাধে এ ইউটিউবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত💖 করা হয়েছে।
বন্য প্রাণী অপরাধ আইনে মিউজিক ভিড🎃িও ও ভ্লগে পশুদের ব্যবহার বেআইনি। আর আইন অমান্য করার কারণে ৫২ লাখ🌼 ৪৯ হাজার টাকার সমমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত হলো এলভিশের।
গণমাধ্যমের প্রতিবেদ👍ন অনুযায়ী, এ ইউটিউবারের বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে— উত্তর প্রদেশের চাষযোগ্য জমি ও ব্যাংক অ্যাকাউন্ট।
এসব সম্পত্তি এলভিশ যাদব, রাহুল যাদব ও স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটের নামে রয়েছে। এর আগে ২০০২ সালে আর্থিক প্রতারণার ধারায় তার সম্পত্তি বাজে🐻য়াপ্ত করা হয়েছিল।
গত বছরের মার্চ থেকে চলতি বছর পর্যন্ত দুটি মামলা হয় এলভিশ যাদবের নামে। প্রথম মামলাটি একটি স্টিং অপারেশনের পর করা হয়েছে। এ ব্যাপারে জানা গেছে,💮 কিছু সংস্থা সাপ ও সেগুলোর বিষ বিভিন্ন ইভেন্টে সরবরাহ করছে। দ্বিতীয়💛 মামলা সম্পর্কে জানা গেছে, মিউজিক ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে সাপের ব্যবহার করেছেন তিনি।
ইডি থেকে জানানো হয়েছে, রাহুল ও এলভিশ যাদব বেআইনিভাবে বিশেষ কিছু প্রজাতির সাপ ও এক্সোটিক পশু ব্যবহার করেছেন তাদের কনটেন্টে, যা সামাজিমাধ্যমে ফলোয়ার ও ভিউ বাড়ানোর জন্য করেছেন। মূলত অল্প সময়ের মধ্যে আয় বাড়ানোর জন্য এসব করেছেন তারা।
এ ছাড়া স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যাপারে জানানো হয়েছে, ইউটিউবারের তৈরিকৃত মিউজিক ভিডিওগুলো এই স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজনা কর🌠ে থাকে, যা তাদের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হতো।