• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউটিউবারের ৫২ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:৫৬ পিএম
ইউটিউবারের ৫২ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা
এলভিশ যাদব

এলভিশ যাদব ভারতের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম। সম্প্রতি তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেꦚন্ট ডিরেক্টরেট (ইডি)। বন্য প্রাণী অপরাধ আইন অনুযায়ী, বেআইনিভাবে বন্য প্রাণী ব্যবহারের অপরাধে এ ইউটিউবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত💖 করা হয়েছে।

বন্য প্রাণী অপরাধ আইনে মিউজিক ভিড🎃িও ও ভ্লগে পশুদের ব্যবহার বেআইনি। আর আইন অমান্য করার কারণে ৫২ লাখ🌼 ৪৯ হাজার টাকার সমমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত হলো এলভিশের। 

গণমাধ্যমের প্রতিবেদ👍ন অনুযায়ী, এ ইউটিউবারের বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে— উত্তর প্রদেশের চাষযোগ্য জমি ও ব্যাংক অ্যাকাউন্ট।

এসব সম্পত্তি এলভিশ যাদব, রাহুল যাদব ও স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটের নামে রয়েছে। এর আগে ২০০২ সালে আর্থিক প্রতারণার ধারায় তার সম্পত্তি বাজে🐻য়াপ্ত করা হয়েছিল।

গত বছরের মার্চ থেকে চলতি বছর পর্যন্ত দুটি মামলা হয় এলভিশ যাদবের নামে। প্রথম মামলাটি একটি স্টিং অপারেশনের পর করা হয়েছে। এ ব্যাপারে জানা গেছে,💮 কিছু সংস্থা সাপ ও সেগুলোর বিষ বিভিন্ন ইভেন্টে সরবরাহ করছে। দ্বিতীয়💛 মামলা সম্পর্কে জানা গেছে, মিউজিক ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে সাপের ব্যবহার করেছেন তিনি।

ইডি থেকে জানানো হয়েছে, রাহুল ও এলভিশ যাদব বেআইনিভাবে বিশেষ কিছু প্রজাতির সাপ ও এক্সোটিক পশু ব্যবহার করেছেন তাদের কনটেন্টে, যা সামাজিমাধ্যমে ফলোয়ার ও ভিউ বাড়ানোর জন্য করেছেন। মূলত অল্প সময়ের মধ্যে আয় বাড়ানোর জন্য এসব করেছেন তারা।
এ ছাড়া স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যাপারে জানানো হয়েছে, ইউটিউবারের তৈরিকৃত মিউজিক ভিডিওগুলো এই স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজনা কর🌠ে থাকে, যা তাদের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হতো।

Link copied!