• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আপনি আমি সেইম না ব্রো, কাকে বললেন সোহানা সাবা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৮:৪৯ পিএম
আপনি আমি সেইম না ব্রো, কাকে বললেন সোহানা সাবা

বেশ কয়েক বছর ধরেই অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রী সোহানা সাবাকে। শেখ হাসিনার পতনের আগে 🌞‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনেরও চেষ্টা কর🌄েছিলেন এই অভিনেত্রী। কিন্তু ভাগ্যের শিকে ছেড়েনি তার।

তবে লীগ সরকারের পতন হলেও আলোচনায় থাকতে সামাজি🅰ক যোগাযোগ মাধ্যম𝕴ে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা।

সোমবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে কোনো এক ব্যক্তির ওপর ক্ষোভ ঝেড়েছেন অভিনেত্রী। তবে তার নাম-পর💖িচয় কিছু প্রকাশ করেননি সাবা।

পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো— “আপনি আমি সেইম না ব্রো! আপনি গত ১৫ বছরের (সুবিধা পেতে) চামচামিগুলো একসঙ্গে ডিলিট করতে পারবেন না বলে প্রোফাইল লক করে বসে আছেন (যদিও প্রোফাইল ওপেন থাকলেও আপনার চেহারা দেখতে দুইজন মানুষও যাবে না আপনার প্রোফাইলে)। 🃏আর আমি আমার স্টোরিতে স্টিকার মারলে ‘কে’ এটা জানার জন্য আপনার ঘুম হারাম হয় অথবা আমার পোস্টে কেন কমেন্ট করতে দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আপনার খুব রাগ!’

স্ট্যাটাসটি দেওয়ার পরই সাবার ভক্তদের মনে বাসা বেঁধেছে নানান প্রশ্ন। হঠাৎ কার ওপরে খেপলেন অভিনেত্রী? আর কেনই বা এমন পোস্ট দিয়েছেন তিনি? এমন প্রশ্নের উত্তর জানতে মুখি💛য়ে রয়েছেন তারা।

প্রসঙ্গত, কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর🌼্দায় পা রাখেন সাবা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। স্বামীর সঙ্গে ডিভোর♛্সের পর থেকে ছেলেকে নিয়ে একাই পথ চলছেন অভিনেত্রী।

Link copied!