• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যশ-নুসরাতের নতুন চমক ‘আড়ি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৪:১৯ পিএম
যশ-নুসরাতের নতুন চমক ‘আড়ি’
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

নতুন চমক নিয়ে আসছেন 𝓡টলিউডের জনপ্রিয় রিয়েল লাইফ তারকা জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। আর 🎃এই চমকের নাম হলো নতুন সিনেমা ‘আড়ি’। দুজন এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

আসলে এই ‘আড়ি’ গল্পে রয়েছে টুইস্ট। লক্ষ্মীপুজার সকাল সকাল তেমনই এক টুইস্ট দিলেন নুসরাত ও যশ। সোশাল মিডিয়ায় স্পষ্ট লিখলেন, ‘আড়ি’ নিয়ে আমরা ⛦তোমাদের সাথে ‘ভাব’ করতে আসছি … আগামী পয়লা বৈশাখে দেখা হচ্ছে।’

‘সেন্টিমেন্টাল’ ছবি থেকেই নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন নুসরাত-যশ। 🅰তাদের প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’ নজর কেড়েছিল বক্স অফিসে। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার দ্বিতীয় ছবিতে হাত দিচ্ছেন যশ ও নুসরাত। আর এবার তাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন জিཧৎ চক্রবর্তী।

নতুন ছবির ফা♒র্স্টলুক প্রকাশ করে নুসরাত ও যশ লিখলেন, ‘মা জননী চোখের মণি অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মতো হয়না কারো মান …মা ছেলের এক অসামান্য গল্প ‘আড়ি’ নিয়ে আমরা তোমাদের সাথে ভাব করতে আসছি …ꦦ আগামী পয়লা বৈশাখে দেখা হচ্ছে।’

Link copied!