কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে শাকিব খানের এবা༺রের জন্মদিনটি বিশেষ আবহ তৈরি করবে। বাংলাদেশের চলচ্চিত্রজগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন তিনি। তার জন্মদিন ঘিরে দেখানো হবে বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার। কিন্তু দিন ঘনিয়ে এলেই শোনা গেল অন্য বার্তা।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করছে এপ্রিলের প্রথম দিন ট্রেলারটি দেখানোর। এতে থ✱াকবে না শাকিবের জন্মদিন নিয়ে বিশেষ কিছু। খোঁজ নিয়ে জানা যায়, এই রমজানে ছবিটির ট্রেলার দেখাতে পারবে না। সময় মিলবে ঈদের পর।
এদিকে শাকিবের আরেক সিনেমা দরদ-এর প্রচার শুরু হয়েছে দুবাইয়ে। শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমার প্রচারে বিমান থেকে ‘দরদ’ সিনেমার টি-শার্ট পরে লাফ (স্কাই ডাই💮ভিং) দিয়েছেন প্রচার দলের একজন সদস্য। প্রচারে নতুনত্ব বা চমকে দিতেই এই উদ্যোগ।
যেখানে༒ দেখা যাচ্ছে দর𝔉দের পোস্টার আঁকা কতগুলো ঝান্ডা লাগানো গাড়ি মরুর বুকে ছুটে চলেছে।
শাকিবের জন্মদিনকে বিশে𓃲ষভাবে মনে রাখার জন্যই দরদ ছবি নিয়ে এমন প্রচারণায় নেমেছেন অনন্য মামুন। বুধবার (২৭ তিনি মার্চ) বলেছিলেন, “শাকিব ভাইয়ের জন্মদিনে আমি দুটো সারপ্রা♑ইজ দেব। একটু অপেক্ষা করেন “
ফলে আকাশে, মরুতে শাকিবের পোস্টার দেখল ভক্তরা।