• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কানে ইতিহাস গড়লেন কে এই বাঙালি অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৪:২৭ পিএম
কানে ইতিহাস গড়লেন কে এই বাঙালি অভিনেত্রী
অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব🧔। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের প꧟র্দা উঠেছে। শনিবার (২৫ মে) আপনুষ্ঠানিক পর্দা নামছে।

কাল চল𓃲চ্চিত্র উৎসবের ৭৭তম আসরের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় জায়গা করে নিয়েছিল ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। গতকাল রাতে ঘোষণা করা হয়েছে আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার। যেখানে ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত।

তিনিই🍰 প্রথম ভারতীয়, যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। আঁ সার্তে রিগায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে চিনের ‘ব্ল্যাক ডগ’।

গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’ সিনেমাটির গল্প এক ব্যক্তি ও কুকুরের সম্পর্ক নিয়ে। দুজনেই একা। এই একাকিত্ব তাদের নতুন এক যাত্রার দিকে ন🧔িয়ে যায়। এ ছাড়া আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্টোরি অব সুলেমান’।

সিনেমাটির নির্মাতা বরিস লোজকাইন। ‘দ্য স্টোরি অব সুলেܫমান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আবু সনগারে। ‘দ্য ড্যামড’ সিনেমার জন্য ইতালির রবার্তো মিনারভিনি হয়েছেন সেরা নির্মাতা।

কানে অফিশিয়াল মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল কনস্টানটিন বোজানভ পরিচালিত ভারতীয়🦋 সিনেমা ‘দ্য শেমলেস’।

কানে প্রিমিয়ারের পর থেকেই প্রশংসায় ভাসছিল সিনেমাটি। এবার এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন অনসূয়া🌱 সেনগুপ্ত। ছবিতে ‘রেনুকা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘দ্য শেমলেস’ সিনেমাটির গল্প একজন♔ যৌনকর্মীকে নিয়ে। যিনি দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে ফেরার হন।

এই যৌনকর্মীর চরিত্রেই অভিনয় করেছেন অনসূয়া। অ🅷ভিনেত্রী তাঁর এই পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল ন💮া কিন্তু করতে হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস🦩্তান টাইমস বাংলা জানিয়েছে, কলকাতাতেই বড় হয়েছেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছ🌌াত্রী ছিলেন তিনি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

 

 

Link copied!