• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেসবুক স্ট্যাটাসে কাকে খোঁচা দিলেন পরী?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০৩:১৫ পিএম
ফেসবুক স্ট্যাটাসে কাকে খোঁচা দিলেন পরী?

চিত্রনায়িকা পরীমণি নিজের সিনেমার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন বেশি। শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহর কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্🤡যে আসার পর নেটদুনিয়ায় ওঠে সমালোচনার ঝড়।

আপত্তিকর কথোপকথনগুলো নিছক বন্ধুত্বের সম্পর্কের বহিঃপ্রকাশ বলেই দাবি করেছিলেন 🐎শরীফুল রাজ। বিষয়টি নিয়ে সে সময় পরীমণি-রাজ ও সুনেরাহর মধ্যে ত্রিমুখী বাকযুদ্ধ হয়। এ ঘটনার পর থেকে আর একসঙ্গে থাকছেন না তারকা দম্পতি ༒পরীমণি ও শরীফুল রাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) পরীমণি ফেসবুকে একটি পোস্ট করেছেন। অনেকে 🥃মনে করছেন, এই পোস্টের মাধ্যমে ‘ভালো বন্ধুত্বের স𝕴ম্পর্ক’ দাবি করা স্বামী রাজকে খোঁচা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ‘একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্🉐ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে লিখে ভরিয়ে দিলো তার ফেসবুকের ওয়াল! তো, দু’দিন আগে সেই লোকের সেদিনের দাবি করাౠ বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই!’

এ নায়িকা আরও🌞 লিখেছেন, ‘সুন্দর না? বন্ধু কি সেটা উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উন🀅ি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে।’

পোস্ট☂ের শেষে লিখেছেন, ‘ছ্যাচরা ছেমরা নেহ জ﷽ুতার বাড়ি খা।’

প্রসঙ্গত, শরীফুল রাজ সেসময় গণমাধ্যমে বলেছিলেন, ‘সুনে🌱রাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কাজও হয় নাই। কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।’

Link copied!