• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেম ভেঙেছে সেই কবে, দেখা হতেই শ্রদ্ধা-আদিত্যের আলিঙ্গন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৮:৩৪ পিএম
প্রেম ভেঙেছে সেই কবে, দেখা হতেই শ্রদ্ধা-আদিত্যের আলিঙ্গন

বলিউডে নায়ক ও নায়িকা হিসেবে তাদের পথচলা শুরু একে অপরের হাতে হাত রেখে। প্রথম ছবি থেকেই দর্শকের নজরে পড়েছিল তাদের রসায়ন। তবে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার নেপথ্যেও তাদের ‘আশিকি’ নিয়ে গুঞ্জন শোনা যেত বলিপাড়ার অন্দরে— আদꦓিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।

♔২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি-২’। ২০১২ সালে শুরু হয়েছিল সেই ছবির কাজ। শোনা যায়, ছবির সেটে একসঙ্গে কাজ করাকালীন নাকি প্রেমে পড়েছিলেন আদিত্য ও শ্রদ্ধা। ছবিতে ধরা পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন। পর্দার প্রেম বাস্তবে গড়ালেও মাত্র দু’বছরের মধ্যেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

তারপর প্রায় এক দশক কেটে গিয়েছে। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য। অন্যদিকে, সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের কানাঘুষো শোনা যায় বলিপাড়া🐬য়। চলতি বছর দু’জনেরই প্রেম ভেঙেছে বলে গুঞ্জন। এর মাঝেই ফের দেখা হলো আদিত্য-শ্রদ্ধার। শ্রদ্ধার কানে কানে কিছু কি বললেন আদিত্য?

গত কয়ে🎀ক দিন ধরেই টানা বৃষ্টি মুম্বই শহরে। এমনই এক বৃষ্টিভেজা সন্ধ্যায় দেখা আদিত্য-শ্রদ্ধার। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর পয়লা নম🎐্বর অভিনেত্রীর হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছেন শ্রদ্ধা।

এ দিকে, পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আদিত্য। দুই তারকার মাথায় ছাতা ধরা। ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন শ্রদ্ধা। পেছনে দাঁড়ি♔য়ে একদৃষ্টিতে তাকে দেখছেন আদিত্য। পেছন ফিরতেই প্রাক্তন প্রেমিককে দেখে হেসে ওঠেন শ্রদ্ধা। একে অপরকে আলিঙ্গন করেন।

নেটাগরিকদের দাবি, এমন বৃষ্টিভেজা সন্ধ্যায় শ্রদ্ধাকে দেখে ‘আশিকি ২’-র স্মৃতি নাকি তাজা হয়ে ওঠে আদিত্যের। শ্রদ্ধাকে দেখামাত্রই ‘আরোহী’ নামে ডাকেন। ‘আশিকি ২’ ছবিতে শ্রদ্ধার চরিত্রের নাম সেটি। এমন একটা মুহূর্তে তাদের দেখে আবেগাপ্লুত তাদের꧅ অনুরাগীরাও।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Link copied!