তরুণ মার্কিন অভিনেতা-গায়ক সেবাস্তিয়ান কিডার মারা গেছেন। শনিবার (২৬ অক্টোবর) জর্জিয়ার নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় তাকে। তার বয়স হয়েছিল মাত্র🎀 ২৪ বছর।
আমেরিকার জনপ্রিয় রেসলার রিক ফ্লেয়ারের সৎছেলেও সেবাস্তিয়ান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আত্মহত্যা ꦏকরেছেন এই অভিনেতা। মৃত্যুর ঠিক আগমুহূর্তে তার বাবাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি।
জর্জিয়ার গুইনেট কাউন্টি পুলিশ বিভাগের মুখপাত্র রায়ান উইন্ডারউইডেল মর্মান্তিক এ ঘটনার ব্যাপারে কথা বলেছেন। তিনি জানান, সেবাস্তিয়ান কিডারের বাবা পল (জন্মগত বাবা) জানিয়েছেন তিনি ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে একটি মেসেজ পেয়েছিলেন। মৃত্যুর প্রায় আগমুহূর্তে পাঠিয়েছিলেন সেই বার্তা। তার বাবা পল তখন জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন এবং ছেল♌েকে কিছুক্ষণ পর তাদের পারিবারিক বাড়ি থেকে গুলিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহি𒁏নীর সদস্যরা সেবাস্তিয়ানের টেবিল থেকে একটি খাম পেয়েছেন, যার ভেতরে একটি চিরকুট রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি স্প্রিংফিল্ড আর্মোরি হ্💧যান্ডগান উদ্ধার করা হয়েছে।
সেবাস্তিয়ানের সৎবাবা রিক ফ্লেয়ার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, সেবাস্তিয়ানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তিনি। মা ওয়েন্ডি বার্লো জানিয়েছেন, ছেলের মৃত্যুর খবরে তিনি বিধ্বস্ত এবং হতবাক 🍸হয়েছেন।
ত﷽রুণ𓃲 এই অভিনেতা বাবাকে শেষ মেসেছে কী লিখেছিলেনা, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। বাবাকে কী লিখেলেন, তা জানা যায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।