• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যৌনতাকে পুঁজি করে অর্থ কামাতে চেয়েছি : উরফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ০৩:১১ পিএম
যৌনতাকে পুঁজি করে অর্থ কামাতে চেয়েছি : উরফি
মডেল উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে বেশ চর্চিত মডেল উরফি জাভেদ। নিজের ফ্যাশন নিয়ে বেশ সমালোচিত তিনি। খোলামেলা বা অদ্ভুত পে🐻াশাক পরে নানা কাণ্ড ঘটান ভাইরাল উরফি জাভেদ। এসব কারণে প্রায়ই ট্রলের শিকার হতে হয় তাকে। তবে উরফি জানিয়েছেন–যৌনতাকে ব্যবহার করে অর্থ আয় করতে চেয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডে আয়োজিত একটি অনুষ্ঠানে উরফ💎ি জাভেদ বলেন, “আমি কখনো পুরুষকে দোষারোপ করি না। বলি না, তাদের দৃষ্টি খারাপ। তারপরও সব সময় আমাকেই দোষ দেওয়া হয়। স্বীকার করছি, আমি যৌনতাকে পুঁজি করেছি। কিন্তু এটা নতুন কিছু না। সিনেমা এবং পরিচালকরা এ কাজটি যুগের পর যুগ ধরে করছেন।”

ভারতের বিতর্কিত এই মডেল আরও বলেন, “বিষয়টি হলো, সিনেমায় যৌনতাকে ব্যবহার করে পরিচালক-প্রযোজকরা টাকা আয় করছেন। 🏅আমি আমার যৌনতাকে ব্যবহার করে অর্থ আয় করতে চেয়েছি।”

বাড়ি থেকে পালিয়ে যাওয়া প্রসঙ্গে উরফি বলেন,  “আমি মুম্বাই এসে ৭ বছর সংগ্রাম করেছি। ১৭ বছর বয়সে বাড়ি থেকে🐟 পালিয়ে এসে ভবঘুরের মতো ঘুরে বেড়িয়েছি। আমি আগে থেকেই পোশাকের ব্যাপারে সাহসী ছিলাম। কিন্তু আমার বাবা খুব রক্ষণশীল; যার জন্য বাবা আমাকে মারধর করতেন। ওই সময়ে আমার কাছে দুটো অপশন ছিল। এক. আত্মহত্যা করা। দুই. নিজের মতো দুনিয়া গড়তে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। পরে আমি দ্বিতীয় পথ বেছে নিই।”

অভিনেত্রী꧙ হিসেবে 🀅ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে বর্তমানে উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন এই সমালোচিত মডেল।  

Link copied!