• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মক্কা-মদিনা ঘুরে এসেছি, আমি পবিত্র: রাখি সাওয়ান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০২:০১ পিএম
মক্কা-মদিনা ঘুরে এসেছি, আমি পবিত্র: রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত, নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচ♉নার শীর্ষে থাকেন বরাবরই। একটা ঝামেলা শেষ না হতেই যেন আরেকটা ইস্যু তৈরি হয় বলিউডের ‘ড্রামা কুইন’খ্যাত এই অভিনেত্রীর জীবনে। কিছুদিন আগেই ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার ওমরাহ থেকে ফিরে আবারও আলোচনাতে এসেছেন তিনি।

শনিবারও (২ সেপ্টেম্বর) লাল বোরখা আর হিজাবে শরীর ঢেকে এক অনুষ্ঠানে হাজির হন💞 রাখি। সেখানে থেকে ফেরার পথে হঠাৎ করেই মেজাজ হারালেন বিতর্কিত এই তারকা। সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন রাখিকে, সঙ্গে ভক্তদের সেলফি তোলার হিড়িক। এতেই রেগে যান রাখি। বলেন- ‘‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা স্পর্শ করবেন না। আমার থেকে দূরে থাকুন।’’

রাখির এই সামাজিক মাধ্যমে। ভিডিওর শেষে আরবের শেখ💛দের স্ত্রীর সঙ্গে নিজের তুলনা টানেন অভিনেত্রী। রাখির কীর্তি দেখে হাসি থ🌟ামছে না নেটিজেনদের। বেশ কটাক্ষের শিকারও হয়েছেন তিনি।

একজন লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ড্🌼রামাবাজ মহিলা।’ আরেকজন লেখেন, ‘ಞএই মহিলার নাটকের শেষ নেই।’

এর আগে ২০২২ সালে আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিন♔ি। নিজের নাম বদলে রাখেন ‘ফাতেমা’। শেষ পর্যন্ত সেই বিয়ে টেকেনি।

Link copied!