• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অশ্রুসিক্ত চোখ, বিধ্বস্ত চেহারা, কী হলো পপ তারকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ১১:৩২ এএম
অশ্রুসিক্ত চোখ, বিধ্বস্ত চেহারা, কী হলো পপ তারকার
পপ তারকা জাস্টিন বিবার। ছবি: সংগৃহীত

পপ তারকা জাস্টিন বিবারের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট দেখে দুশ্চিন্তায় ভক্তরা। ২৭ 🔜এপ্রিল বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন বিবাꩵর যেখানে তাকে বিধ্বস্ত চেহারা ও অশ্রুসিক্ত চোখে দেখা গেছে।

ইনস্টাগ্রামে একাধিক পোস্ট শেয়ার করে তিনি ইন্ডাস্ট্রির কাছের মানুষদের🔴 ভালোবাসা জানিয়েছেন। স্ত্রী হেইলি বিবারের ছবি, পরিবারের সদস্যদের ছবি, বন্ধু জাডেন স্মিথের ছবি সহ অনেকের ছবি শেয়ার করেছেন তিনি।

কিছু ছবি বেশ ইতিবাচক বার্তাও দিয়েছে। সমুদ্রের ধারে, কনসার্টের মঞ্চে এবং বিশ্রাম নেয়ার ছবি শ🐓েয়ার করেꦓছেন তিনি।

তবে যেই দুটি ছবি♛তে তার চোখ ভরা জলꦯ, সেগুলো দেখে ভক্তরা শিল্পীর মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায়। অনেকেই মনে করছেন, খুব কম বয়সে শোবিজে আসায় নানা মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে বিবারকে।

মাত্র ৩০ বছরে নানা চড়াই উতরাই পেরুতে হয়েছ🐎ে বিবারকে। লাইম ডিজিজ, নিউরোলোজি🉐ক্যাল ডিজঅর্ডার, ডিপ্রেশন এবং নিয়ন্ত্রণহীন রাগে ভুগতে হয়েছে তাকে। জানা গেছে তিনি অতিরিক্ত মদ্যপান করেন। পাশাপাশি মাদকের নেশাতেও আসক্ত। সব মিলিয়ে মানসিক ভাবে নাজুক অবস্থায় আছেন শিল্পী।

১৪ এপ্রিল কোয়াচেলার কনসার্টে মঞ্চ🍰ে উঠে দর্শকদের চমকে দিয়েছিলেন বিবার। তার গান শুনে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হয়েছিলেন ভক্তরা। কিন্তু সাম্প্রতিক পোস্টে আ♓বারও বিবারকে নিয়ে চিন্তায় তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!