মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে না বলে ছেলেকে শিক্ষাদিন 🐼বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ স𓃲দস্য মিমি চক্রবর্তী।
আরজি করকান্ড নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছব༺ি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, `মেয়েটি ধর্ষিত হয়েছে না লিখে, লিখুন ছেলেটি ধর্ষণ করেছে। মেয়েকে রক্ষা ক🌱রতে হবে না। ছেলেকে শিক্ষা দিন। সুরক্ষিত থাকতে মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবেন না। আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন। তাহলেই সব সুরক্ষিত থাকবে।`
আসলে মিমির এই পোস্টের নেপথ্যে রয়েছে অন্য একটি কারণ। সদ্য সরকারের তরফ থেকে নারী সুরক্ষায় নতুন কিছু নিয়মাবলীর কথা বলা হয়েছে। স🍌েখানে বলা হয়েছে, মেয়েদে🏅র যতটা সম্ভব নাইট ডিউটি থেকে বিরত রাখা হবে। উল্লেখ না করে, মিমি সরকারের এই নীতির বিরুদ্ধেই সরব হয়েছেন। কেন মেয়েরা রাতে বাইরে থাকবেন না? সেই প্রশ্নই তুলেছেন। পাশাপাশি ছেলেদের সহবত শিক্ষা প্রয়োজন বলেও দাবি তুলেছেন।
মিমিক💫ে সমর্থন জানিয়েছেন রাইমা সেন থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তীও।
রোবাবার, ১৮ আগস্টের মিছিলে হাজির টলিউডের অনেকেই সরকারের নীতির বিরোধিতা করেছেন🍒। পরমব্রত বলেন, `রাজ্য সরকার নারী সুরক্ষায় নতুন কিছু নিয়ম প্রণয়ন করার চেষ্টা করেছেন। সেই পদক্ষেপকে♔ স্বাগত। কিন্তু সেখানে আমার একটি প্রশ্ন রয়ে গিয়েছে।
মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আ♔মরা যদি এই জায়গাতেই চলে যাই, তাহলে ১৪ তারিখ রাতে আমাদের রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল?`