এই সময়ের আলোচিত টি༒ভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অনেকেরই হয়তো অজানা যে অভিনয়ের পাশাপাশি ভালো গাইতেও জানেন তিনি। অনেকদিন ধরেই তার স্বপ্ন ছিল গাওয়ার। কোনো একদিন তিনি গাইবেন সে🧔টা অনেক সাক্ষাৎকারেও বলেছিলেন।
এবার ঠিকই গাওয়া হলো তার। তাও আবার হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য। ‘আজ রঙে রঙে রঙীন হব’ এমন কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। লিখেছেন কবির বকুল। আর ফারিণের সঙ্গে গানটিতে আরও কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকা তাহসান রহমান খান।
ফারিণ বলেন, ‘ইত্যাদি’ ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। এবার এতে গাইতে পেরে খুব ভালো লাগছে।
গান🏅টির কথা-সুর খুব ভালো হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে গাওয়া এ গানটি আশা করছি ভালো লাগবে সবার।
/বিএইচ