মারিয়া ক্যারি বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় গায়িকা। দুঃখের সংবাদ 𒁃একই দিনে মা প্যাট্রিসিয়া ক্যারি ও 🐼বোন অ্যালিসন ক্যারিকে হারিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। বিনোদনবিষয়ক গণমাধ্যম পিপলডটকমকে পাঠানো এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন মারায়া নিজেই।
এক বিবৃতিতে ৫৫ বছর বয়সী গ্র্যামিজয়ী গায়িকা লেখেন, ‘আমার হৃদয় ভেঙে🎀 গেছে, গত সপ্তাহান্তে আমার মা চলে গেছেন। দুঃখজনকভাবে একই দিনে বোনও মারা গেছেন।’
যদিও মারিয়ার মা ও বোনের মৃত্যুর কারণ এবং♉ তাঁদের মৃত্যু নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নানা কারণে অনেক দিন ধরেই মায়ের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল না গায়িকার।
প্যাট্রিসিয়া ব্যক্তিজীবনে আলফ্রেড রায় ক্যারির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্ম♒গ্রহণ করেন অ্যাল🌺িসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন তিন বছর, তখন তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়।
গায়িকা লিখেছিলেন, “আমার জীবনের অনেক ঘটনার মতো মায়ের সঙ্গে আমার সম্পর্ক𒐪ও টানাপোড়েনের মধ্য ꦜদিয়ে গেছে। কেবলই সাদা বা কালো নয়, এটি রংধনুর সব রঙের মিশ্র একটি আবেগ।”
মারিয়া ক𒐪্যারি বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় গায়িকা। ২০২৩ সালে রোলিং স্টোন সাময়িকী সর্বকালের সেরা শিল্পীর তালিকা করে। যে তালিকায় মারায়াᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর অবস্থান ছিল পঞ্চম।