বলিউডের অন্যতম সুপারস্টার ভাইজান খ্যাত নায়ক সালমান খান। প্রতিটি উৎসবেই তিনি তার ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাাস জানান। এবারের ঈদুল আযহাতেও সালমান খান ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। পরিবারের অন্যান্য সদ্যস্যদের সঙ্গে নিয়ে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করﷺেꦰ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ছবি পোস্ট করে ক্যাপশনে সালম๊ান লিখেছেন, ‘ঈদুল আযহা মুবারাক’। তার এই দেখে ভক্তরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন মন্তব্যের ঘরে। সাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚলমানকে ও পরিবারের সাবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
দেখা যায়, দুই ভাই সোহেল, আরবাজ, দুই বোন অলবিরা অগ্নিহোত্রী এবং অর্পিতা খান আর বাবা-মা সেলিম খান ও সুশীলা চড়ক ওরফে সালমার সঙ্গে তাকে দেখা যাচ্ছে। এই ছবিꦺতে সোফার পিছন থেকে মুখ বাড়িয়ে সালমা ওরফে সুশীলার গালে গাল ঠেকিয়ে রেখেছেন।
এদিকে সালমানের এই পোস্ট দেখে অভিনেত্রী তাবু ও টিনা দত্ত সালমানকে পাল্টা ঈদ মোবারক জানিয়েছেন। গত ১৭ জুღন ওটিটি সিজন ২-এর জন্য জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের পর এই মুহূর্তে বিগ বস রিয়ালিটি শো-এর সঞ্চালকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন🔯 সালমান।