• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজের সঙ্গী এবার ভাবনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ১২:৪৬ পিএম
রাজের সঙ্গী এবার ভাবনা
আশনা হাবিব ভাবনা, শরিফুল রাজ । ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি, শবনম বুবলীর পর এবার সিনেমায় শরিফুল রাজের সঙ্গী হলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সিনেমার নাম ‘আলতাবানু জোছনা দেখেনি’। এই সিনেমায় রাজের সঙ্গী হয়ে অভিনয় করতে যাচ্ছেন ভাবনা। সিনেমাটি পরিচালনা করছেন হিমু আকরাম। এইটি তার পরিচালনায়ꦿ প্রথম সিনেমা।

পরিচালক জানিয়েছেন ‘তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিꦿত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’। ভাবনার পাশাপাশি এতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

‘আলতাবানু জোছনা দেখেনি’ ꧑নিয়ে ভাবনা বলেন, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। পরিচালক খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনো পরিচালক আমাকে এভাবে চান কোনো চরিত্রে সেটা আমার জন্য সম্মানের। স্বস্তিকা মুখার্জি ও রাজ আমার পছন্দের শিল্পী। তাদের সঙ্গে কাজের জন্যে মুখিয়ে আছি।’

অন্যদিকে শরীফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তি🐓নটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মুইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনো—এমনটাই জানালেন নির্মাতা।

পরিচালক হিমু আকরাম সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমাটির পরিকল্পনা করছিলাম। এটা একটা ডার্ক থ্রিলার জনরার গল্প, যেখানে তিনটা সমꦕয়কে ধারণ করে নির্মিত হবে। পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগꦕ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে।

 যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্য এ রকম গল্পের সঙ্গে যায়, এমন কাউকে খুঁজছিলাম প্রায় আট মাস ধরে। অবশেষে শরিফুল রাজকে 🎃পেলাম। তিনজনের সঙ্গেই সাইনিংসহ সব ধরনের প্রস্তুতি শেষ। শুটিং শুরু করার জন্য ꦓএকদম প্রস্তুত।’

জানা গেছে, সেপ্টেম্বরেই সি༺নেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। এতে আরো অভিনয় ℱকরবেন মামুনুর রশীদ, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

Link copied!