জনপ্রি♔য় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে একটি পোশাকের শোরুম উদ্ধোধনের কথা থাকলেও বাধার মুখে সেটি ক🐼রতে পারেননি।
নগরীর রিয়াজউদ্দিন বাজারে শনিবার (২ নভেম্বর) বিকেলে ‘খুকি লাইফস্টাইল’ নামে এই পোশাক বিপনি উদ্বোধন করার কথা ছিল তার। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানার🌠ে মেহজাবীন চৌধুরীকে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল একটি সংগঠন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শুক্রবা💯র চট্টগ্রামের বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষকে দিয়ে এই শোরুমে মিলাদ আয়োজন করেছিল মালিকপক্ষ। শনিবার বিকেলে তারা এক নায়িকাকে দিয়ে সেটি উদ্ধোধনের ঘোষণা দেয়। বিষয়টি সাংঘর্ষিক বলে ২০-২৫ জনের একটি দল বিকেলে শোরুমটির সামনে গিয়ে বিক্ষোভ করে। পরে আয়োজকরাই ওই নায়িকাকে ছাড়া শোরুম উদ্বোধন করে’।
🐽এদিকে শোরুম কর্তৃপক্ষও কয়েক দিন ধরে মেহজাবীন চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধಌ্যমে প্রচারণা চালিয়েছিল। পরে শোরুম উদ্ধোধন না করার বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’-এর শোরুম ব্যবস্থাপক ইমদাদꦜ হোসেন জানান, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা ওনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না’।
এদিকে নাম 🐬প্রকাশে অনিচ্ছুক রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী নেতা জানান, ‘এখানে ব্যবসায়িক কোনো বিরোধ থাকতে পারে। নয়তো ন🐟ায়িকার উপস্থিতিতে শোরুম উদ্বোধনে সমস্যা হওয়ার কথা নয়। তবে এই বাজারে এভাবে নায়িকার মাধ্যমে শোরুম উদ্বোধনের রেওয়াজও নেই’।