• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৪:২০ পিএম
আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম

সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উ🐽পলক্ষে উল্লাসে মেতে উঠেছে পুরো জাতি। একেকজন ভিন্ন ভিন্নভাবে চেষ্টা করছেন দিবসটি উদযাপনের। সেই ভাবনা নিয়েই যুক্তরাষ্ট্র থেকে ফাহিম চৌধুরী নামে এক বাংলাদেশি পাইলট দেখালেন বিজিত জাতির দেশপ্রেম কতটা গভীরে।

বিজয়ের চেতনাকে ধারণ করে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রুটম্যাপ তৈরি করেছেন এই পাইলট।⛎ বিশ্বকে দেখালেন দেশকে ভালোবাসার এক অনন্য রীতি।  

শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে বিমান উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচܫিত্রের রুটম্যাপ করেন ফাহিম। পরে তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। এই খবর নিজের ফেসবুক অ্যাকউন্টে শেয়ার করেন ফাহিম।

২৯০ নটিক্যাল মাইল উড়ে নিউইয়র্কের আকাশে ছবির মতো বাংলাদেশের মানচিত্র এঁকেছেন তিনি, যা এভিয়েশন 🥂রাডারে দেখা যায়। এ জন্য তার আকাশে উড়তে হয়েছে ২ ঘণ্টা ৩৮ মিনিট। এমন কাজে ফাহিমকে সঙ্গ দিয়েছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ।

যুক্তরাষ্ট্রℱে থাকা ফাহিম বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্🌊রশিক্ষণরত আছেন। তিনি বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন।

বিদেশের মাটিতে থেকে কেন এমন অনন্য উদ্যোগ এমন প্রশ্নে ফাহিম সাংবাদিকদের ব🙈লেন, “ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জ๊িনিস আঁকেন। আমি ভাবলাম আমার দেশের জন্যও তো তাহলে কিছু করা যায়।”

ফাহিম আরও বলেন, “আমাদের দেশের বিজয় গাঁথাকে বিশ্বের সামনে তুলে ধরতে এই মাধ্যমটি ব্যবহার করেছি। এর মধ্য দিয়ে দেশের জন্য সংগ্রামে ঝাপিয়ে পড়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আমার পক্ষ থেকে।ꦦ ভবিষ্যতেও আরও ভিন্নভাবে দেশকে তুলে ধরার চেষ্টা করব।”

Link copied!