• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘প্রিয় মালতী’ নিয়ে কায়রোতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৯:৩১ পিএম
‘প্রিয় মালতী’ নিয়ে কায়রোতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী
প্রিয় মালতীতে মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইতোমধ্যে প্রথম সিনেমার নিয়ে ঘুরেছেন দেশ-বিদেশ। গেলꦯ অক্টোবরের তার প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে ফিরেছেন। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘোষণা দিলেন মিসরে যাওয়ার। তবে এবারের সঙ্গী সাবা নয়, তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’।

সোমবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী নিজেই এ๊ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে মেহজাবীন চৌধুরী লেখেন, “আমার দꦛ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে, যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য🌠 অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনো ভাবিনি যে, বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প ‘প্রিয় মালতী’ আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য।”

দেশে মুক্তি প্রসঙ্গে দর্শকদের উদ্দেশে মেহজাবীন চৌধুরী লেখেন, “বিশ্ব প্রিমি♎য়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সব সময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইব।”

সংশ্লিষ্টরা জানান⛦, আফ্🧔রিকা ও আরববিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। ১৩-২২ নভেম্বর এ উৎসব চলবে মিসরের কায়রো অপেরা হাউসে।

উৎসবে অংশ নেবেন বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার ‘প্রিয় মালতী’র সুবাদে 🎀থাকছে✤ বাংলাদেশেরও নাম।

সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সি🐓নেমা বিভাগে ღঅফিশিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীনের সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব অ্যা থ্রাস্টি রিভার’।

সিনেমাটির চিত্রনাট্য 📖করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুর⭕ী।

শঙ্খ দাসগুপ্ত জানান, কায়রো ফিল্ম ফেস্টিভালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শোগুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কꦕথᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚা নির্মাতা-অভিনেত্রীর।

মেহজাবীন ছাড়াও এ সিনেমা🎃য় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ আরও অনেকে।

Link copied!