জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ ক্যারিয়ারে🤡 ব্যক্তিগত কোনো প্রসঙ্গকে কখনোই সামনে আনেননি এই অভিনেত্রী। প্রেম–বিয়ে ঘিরে তাঁকে নিয়ে কোনো গুজব তৈরি হতে দেননি। সব সময় ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকা এই অভিনেত্রী এবার জানালেন ব্যক্তিগত প্রসঙ্গ আড়ালে রাখার কারণ। এ জন্য শুরু থেকেই তাঁকে পরিকল্পনা করে এগোতে হয়েছে। তিনি চাননি ক্যারিয়ার আর ব্যক্তিগত জ🐓ীবন একসঙ্গে সামনে থাকুক।
ভক্তদের কাছে নিজের আলাদা একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে চেয়েছেন কুসুম শিকদার। যে কারণে সব সময়ই তিনি ক্যারিয়ারের নানা ঘটনা সামনে রেখেছেন বলে জানান এই অভিনেত্রী। সেভাবেই দীর্ঘদিন সমানতালে কাজকে গুরত্ব দিয়েছেন। কুসুম শিকদার বলেন, ‘দর্শকেরা যখন কাজ দেখে পছন্দ করেন, তখন একভাবে দর্শকদের মনে জায়গা তৈরি হয়। আবার কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় অনেক সময় আলোচনায় থাকলে ক্যারিয়ারে কাজে ফোকাস করাই কঠিন হয়ে যায়। যে কারণে এ বিষয়ে স♋চেতন ছিলাম। চাইনি পেশাগত জীবনকে ব্যক্তিগত জীবনের সঙ্গে মেলাতে। এ জন্যই হয়তো অভিনয় বা গানের আলাদা একটা দর্শক আছে। এটাই প্রাপ্তি।’
অনেকেই প্রেম–বিয়েসহ নানা ব্যক্তিগত ঘটনা সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে ভাইরাল হচ্ছেন। এসব বিষয়কে কুসুম নেতিবাচক হিসেবে দেখেন। কারণ, ঘরের কথা জাহির করার কিছু নেই বলে মনে করেন তিনি। জানান, এভাবে যাঁরা ভা🔯ইরালের পথে হাঁটছেন, তাঁরা নিজ🃏েরাই নিজেদের ছোট করছেন। কারণ, ভাইরাল কখনোই স্থায়ী কিছু নয়।
কুসুম শিকদার বলেন, ‘আমার বিয়ে–প্রেম–বন্ধু✤ত্ব–পরিবার, এগুলো এখনো আমার কাছে ব্যক্তিগত। সচেতনভাবেই এগুলোকে আমি লো প্রোফাইলে রেখেছি। এগুলো বলে বা এগুলো সামনে এনে আলোচনায় আসতে চাই না। একজন শিল্পী হিসেবে ভক্তদের কাছে কাজের জন্য ভালোবাসা পেতে চাই।’
দীর্ঘ পাঁচ বছর পরে সিনেমা দিয়ে ফিরবেন কুসুম, সেই অপেক্ষায় রয়েছেন। তাঁর পরিচালিত সিনেমাটির নাম ‘শরতের জবা’। একজন নারী হিসেবে সিনেমাটির শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ—এই পুরো সময়ে পরিবার থেকে সহায়তা পেয়েছেন।
কুসুম বলেন, ‘আমি সব সময় পরিবারঘেঁষা। এই যে প্রথমবার পরিচালক হিসেবে সিনেমার কাজ শেষ করেছি, বিশাল এক জ🌱ার্নির মধ্য দিয়ে গেলাম। সেখানে সব সময় পরিবার আমাকে সহায়তা করেছে। সবার ♈সহযোগিতা না পেলে কাজ করাই কঠিন হয়ে যেত। এখন এটা তো বলে বেড়ানোর কিছু নেই। যে কারণে আমি সব সময় চুপ থাকতে পছন্দ করি। ভালো কাজ যখন করব, তখন দর্শকেরা এমনিতেই জানবেন।’