• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’, উচ্ছ্বসিত জোভান-মেহজাবীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৫:৪৪ পিএম
আসছে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’, উচ্ছ্বসিত জোভান-মেহজাবীন
জোভান-মেহজাবীন। ছবি: সংগৃহীত

একক নাটক ‘বেস্ট ফ্রেন্ড’ সফলতার পর সিরিজও হয়েছিল। সেই ধারাবাহিকꦬতায় এবার আসছে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। এবারো একসঙ্গে কাজ করবেন ফারহান আহমেদ জোভান, মেহজাবীন চৌধুরী ও প্রবীর রায় চৌধুরী। নাট্যাঙ্গনে এই তিন জনের মꦬূল পরিচয় কিন্তু ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে!

ব্যক্তিজীবনে তাদের প্রফেশনাল বন্ধুত্ব আছে বটে, তবে তাদের বন্ধুত্বের পরিচিতিটা গড়ে উঠেছে মূলত নাটক বানাতে গিয়ে। আর সেই নাটকটি হলো ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালের দিকে জোভান-মেহজা꧟বীনকে জুটি করে প্রไবীর বানিয়েছিলেন নাটকটি। তখন তুমুল জনপ্রিয়তা পায় নাটকটি।

এরপꦕর আরও দুটি নাটক নির্মান করেন একই নামে। যেন প্রবীর গড়ে তোলেন নাটকের একটি সফল ট্রায়ো। তবে মাঝে লম্বা সময় এই নাম নিয়ে সামনে আসতে দেখা যায়নি তাদের। এরমধ্যে মেহজাবীন চৌধুরীও সিনেমা নিয়ে ব্যস্ত 𝓡হলেন।

লম্বা বিরতির পর ফের এক হলো এই সফল ‘বেস্ট ফ্রেন্ড’ ট্রায়ো। ৭ নভেম্বর সন্ধ্যায় প্র♎যোজনা প্রতিষ্ঠান সিএমভি ঘোষণা দিয়েছে এই ত্রয়ীকে এক করার। নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুও। এদিকে ফের এক হতে পেরে বেশ খুশি প্রবীর-মেহজাবীন ও জোভান।

‘বেস্ট ফ্রেন্ড’ অভিনেতা জোভান বলেন, ‘অনেক দিন পর এই 🐼ট্রায়ো কাজ করবে। ঘোষণার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। সেভাবেই আমরা প্রস্তুত হচ্ছি।’

ট্রায়ো প্রজেক্ট উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরীি। নন্দিত এই অভিন𝔉েত্রী বলেন, ‘‘আমার মনে হয় ‘বেস্ট ফ্রেন্ড’ ২০🥃১৮ সালে শুট করা হয়েছিল। এবং এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সাথে আমার প্রথম কাজ। এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে ‘অভিযোগ’ গানের জন্য। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। 

মেহজাবীন বলেন, ‘অনেক দিন ধরে প্রবীর রায় চৌধুরী বলছিলেন যে, আমাদের স🐽েই ত্রয়ী মিলে আবার কিছু করা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। এবারের নাটক ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। গল্পটি মজার। গল্প  নিয়ে আমি উচ্ছ্বসিত। আমি আশা করি ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাবো।’

নির্ꦕমাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। এবারের গল্পটির꧂ নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।

প্রবীর বলেন, ‘‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজের শেষ গল্প নির্মাণের প্রায় ৪ বছর পর আবারও আমরা এক হচ্ছি। আমাদের লক্ষ্য ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে (১৪ ফেব্রুয়ারি)। এবার একেবারে নতুন একটা গল্প। মূলত এই গল্পের অভাবেই মাঝে আমাদের লম্বা সময় গ্যাপ। অবশেষে, এই গল্পটি নিয়ে আমরা সবাই সম্মত হয়েছি। আশা করি, এই কাজ⛎টি করে দর্শকদের যে উন্মাদনা রয়েছে ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্জাইজির প্রতি, তা পূরণ করবে।’’

নির্মাতা জানান, নাটকটির শুটিং হবে মূলত দুই ভাগে। প্রথম অংশ ডিসেম্বরে, পরের অংশ জানুয়ারি। এদিকে আগাম অনুমান করা যাচ্ছে, আসন্ন ভ্যালেন্টাইন ডে’র 𒉰সবচেয়ে বড় বাজেটের প্রজেক্ট🐻 হতে যাচ্ছে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।

Link copied!