• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বড় আরাম লাগলো মনে...


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৪:৩৮ পিএম
বড় আরাম লাগলো মনে...
অভিনেত্রী রুনা খান। ছবি: ফেসবুক থেকে

আলোচিত ꧅মডেল ও অভিনেত্রী রুনা খান। নিজের বোল্ড লুকে ফটোশুটে ভক্তদꦚের মনে প্রায়ই ঝড় তোলেন। এবার বিছা পড়ে  চমক দিলেন জনপ্রিয় এই  অভিনেত্রী।

সোমবার  (৩ জুন ) বিকেলের দিকে ফেসবুকে কোমড়ে বিছা ও  সুতি শাড়ি, কানে ঝুমকা পরে নিজের কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যায়, সাদাকালো  শাড়ি, পিঠ খোলা টাউট কালো ব্লাউজ পড়ে খোপায় গুঁজেছেন সাদা ফুল।  নানা পোজে তোলা এইসব ছবি পোস্ট করে রুনা ক্যাপশনে লিখেছ൲েন, আমার 🍸বর গহনা বুঝে না..!


বিয়ের পর থেকে সবসময় বলে এসেছে, আমার কোন গহনা পরার দরকার নেই..
আমাকে সবচেয়ে সুন্দর দেখায় তখন, যখন আমি স্নান সেরে, সুতি শাড়ী পরে, চুল শুকিয়ে.. 
খোলা চুলে তাকিয়ে হাসি..
আমার সেই হাসিতে নাকি, চারপাশ ঝলমল করে উঠে..!
আমার মত কালো একটা মেয়ের হাসিতে কিকরে চারদিক ঝলমল করে, ব্যাপারটা যদিও এই সমাজের এখনো পুরোপুরি বোধগম্য নয়..! 
আশারাখি, একদিন বোধগম্য হবে..
EW’র মত চোখে দেখলে হয়তো বুঝা যেত..
স্নেহবোধ থেকে বলে হয়তোবা..
তবে বিয়ের পর সে একবার বলেছিলো, তার একটা গহনা পছন্দ ‘কোমরের বিছা’ 
আমার তেমন পছন্দ না, মনেও ছিলো না, কখনো পরাও হয়নি..
পরশু সন্ধ্যায় একটু অবাক হয়েছিলাম, যখন দেখলাম দোতলা’র মেয়েরা সুতীশাড়ী-ঝুমকার সাথে উপহার পাঠিয়েছে ‘বিছা’ 
বড় আরাম লাগলো মনে..

মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুনা খানের নান্দনিক এই ছবিগুলোতে বিভ♔িন্ন মন্༒তব্যে করেছেন অনুসারীরা।

এক💮জন লিখেছেন, আপু আপনি সুন্দর ভিতর বাইরে । আরেক জܫন লিখেছেন, ইশ কি সুন্দর।

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনার কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অ🍌ভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এ ছাড়া তিনি ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে🅘 প্রশংসিত হয়েছেন। ‘ছিটকিনি’ ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Link copied!