দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আꩲলম দোকান উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়🥀টি নিজেই নিশ্চিত করেছেন নিজেই।
হঠাৎ দুবাই যাওয়া প্রসঙꦏ্গে হিরো আলম বলেন, ‘‘আমি দুবাই এসেছি আরাভ ভাইয়ের আমন্ত্রণে। আগামী ২৬ তারিখ তার একটি শোরুম উদ্বোধন করা হবে। সেই শোরুম উদ্বোধন করতেই দুবাই এসেছি। এরপর আমি দেশে ফিরে যাব। দুবাইয়ের দেরা এলাকার সাবকা বাস স্ট্যান্ডের অপজিটে আরবাজ সেন্টারে আরাভ খান মোবাইল পয়েন্ট নামের একটি শোরুম উদ্বোধন করব।’’
এর আগেও গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান 🦂উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সেসময় তার সঙ্গে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও।🍸 যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয়𒊎 সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলেন জানান হিরো আলম। নির্বাচনে নিরাপত্তা চেয়ে ডিবি কার্যালয়েও গিয়েছিলেন তিনি। তবে এমন পরিস্থিতিতে হঠাৎ করেই দোকান উদ্ধোধনে দেশের বাইরে যাওয়া অনেকটা ভাবাচ্ছে হিরো আলমের নির্বাচনে দাঁড়ানো নিয়ে।