• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘একের পরে এক বিয়ে করছেন, আমার হলো না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৪:০৭ পিএম
‘একের পরে এক বিয়ে করছেন, আমার হলো না’
সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত

বলিউড স্টার সোনাক্ষী সিনহা । এই মুহূর্তে সঞ্জয় লীলা বানশ🌃ালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। নেট দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’। সম্প্রতি কপিল শর্মার শোতে ‘হীরামন্ডি’র জন্য হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হা൩য়দারি, সানজিদা শেখ ও শারমিন সেগাল। এই এপিসোডেই কথা ওঠে বিয়ে নিয়ে।

৩৬ বছর বয়সী সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনিয়শিল্পীরা এক🅘ের পরে এক বিয়ে করছেন। এখনও আমার বিয়ে হলো না।

তাৎক্ষণিক কপিল সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদভানিও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে 🌳দিচ্ছেন? এরপর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’

‘হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলছেন, ‘আমাদের ‘হীরামন্ডি’র কাজ শে𝐆ষ হয়েছে। আমার এখনও বিয়ে হয়নি। শারমিনেরও বিয়ে হয়ে গেল।’ মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘আর রিচারও বিয়ে হয়ে গিয়েছে। ও এবার মা হতে চলেছে।’

উল্লেখ্য, সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। গেল বছর আংটি পরা একটি ছবি পোস্ট🐈 করেছিলেন সোনাক্ষী। তখনই গুঞ্জন আরও বেড়ে যায়। তবে বিয়ে নিয়ে খোলাসা করেন নি তারা দুজনেই।

 

 

 

 

 

Link copied!