কাউন্টারে বসে নিজের হাতে ‘টেক্কা’র টিকিট দর্শকের কাছে বিক্রি করেছেন আগেই। এবার সিনেমার শোয়ে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখ⛎লেন নায়ক দেব ও নির্মাতা𓄧 সৃজিত মুখার্জি।
বুধবার (৯ অক্টোবর) সেই ভিডিও প্রকাশ ♓করেছেন দেব। শো শেষে এই নায়ক দর্শকের জানিয়েছেন বিশেষ অনুরোধও।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমায়🍨 সিস্টেমের ভিত নাড়িয়ে দেওয়ার আভাস দিয়েছেন ‘কমনম্যান’ দেব। নায়ক-প্রযোজকের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র। রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভ💜ৌমিক, সৃজা দত্ত।
টেক্কা ছবিতে দেবকে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম ইকলাখ।💦 অন্যদিকে এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। ইরার চরিত্রে থাকবেন স্বস্তিকা। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে।
মঙ্গলবার ( ৮ অস্টোবর) অর্থাদ পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে ছবিটি। সেদিন পঞ্চাশটিরও বেশি শো হাউসফুল। দেবের প্রযো෴জনা সংস্থার পক্ষ থেকে শেয়🥂ার করা হয়েছে সেই পোস্ট।
এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টে😼ম্বর) আনুষ্ঠানি ভাবে প্রকাশ পায় ‘টেক্কা’র প্রথম ঝলক। সে সময় থেকে ব্যাপক সাড়া ফেলে কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য𝓰 দেবের এই সিনেমা।