• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘দরদ’ সিনেমার রাইটস নিয়ে জটিলতা, ক্ষিপ্ত শাকিব ভক্তরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১১:২৬ এএম
‘দরদ’ সিনেমার রাইটস নিয়ে জটিলতা, ক্ষিপ্ত শাকিব ভক্তরা
‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান

শাকিব খান অভিনীত ‘দর🐈দ’ সিনেমার রাইটস নিয়ে জটিলতার মুখে পড়েছেন নির্মাতা অনন্য মামুন। প্যান ইন্ডিয়ান এই সিনেমার গান অনেক আগেই  প্রকাশ হওয়া কথা ছিল পেইজে। কিন্তু রাইটস নিয়ে জটি𒀰লতার কারণে  বারবার প্রকাশের ঘোষণা দিয়েও গান ছাড়তে পারেনি নির্মাতা মামুন। আর সঙ্গত কারণে শাকিব ভক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

এই নিয়ে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, ‘র🎶াইটস জটিলতার কারণে ইচ্ছা থাকলেও গান আপলোড করতে পারছি না। তবে সব সমস্যা সমাধান করে ফেলেছি। বাংলা বা হিন্দি সব গানের আইপি একটাই হবে। জটিলতা কেটে যাবে শিগগিরই গান দেখতে পাবেন।👍’

সর্বশেষ ৩১ অক্টোবর এক ভিডিও বার্তায় মামুন বলেন, ‘৪ নভেম্বর টি সিরিজের অফিশি♑য়াল পেজ থেকেই গানের আপডেট আসবে। টি সিরিজের শিডিউল অনেক আগে থেকেই চূড়ান্ত করা থাকꦑে। আমরা খুব কম সময়ের মধ্যে মুক্তির তারিখ ঘোষণা করায় একটু বিলম্ব হচ্ছে।

শুরু থেকেই ‘দরদ’ নিয়ে নানা বয়ান দিয়ে আসছিলেন অনন্য মামুন। প্রথম প্যান ইন্ডিয়ান বাংলা ছবি, একসঙ্গে ছয় ভাষায় মুক্তি, বুর্জ খলিফায় প্রচারণা, শাকিব ভক্তদের নিয়ে স্টেডিয়ামে বড় ইভেন্ট—এমন আরো কত কী! কিন্তু বাস্তবে সেসবের চিহ্নটুকু দেখছে না ভক্তরা। যে ভক্তরা শাকিবের ‘দুর্বল’ ছবি নিয়েও সক্রিয় থাকে, সে ভক্তরাই কিনা ‘দরদ’-এর মতো বড় আয়োজনের ছবি নিয়ে এখন হতাশ। কয়েক দিন ধরে বিষয়টি সীমানা ছাড়িয়ে গেছে। ফেসবুকে চলচ্চিত্র ও শাকিব ভক্তদের বিভিন্🦹ন গ্রুপে হরদম চলছে নেতিবাচক চর্চা। সব কিছুর মূলে অভিযুক্ত করা হচ্ছে নির্মাতা মামুনকে।

৪ কিংবা গতকাল ৫ নভেম্বরও টি সিরিজ তো দূর, তাঁর কাছ থেকেও ‘দরদ’-এর বিষয়ে কোনো আপডেౠট পাওয়া যায়নি। অগত্যা হতাশায় আরো খেপে গেছেন শাকিব ভক্তরা। প্রতিদিন নির্মাতাকে নিয়ে অগণিত পোস্ট করে সমালোচনায় বিদ্ধ করছেন তাঁরা। এমনকি মামুনকে নিয়ে গতকাল একটি প্যারোডি গানও বানিয়েছে এক ভক্ত। শাকিব ভক্তদের বৃহত্তম গ্রুপ ‘দ্য কিং অব ঢালিউড : মেগাস্টার শাকিব খান’-এর অন্যতম এডমিন আব্দুর রহমান এক পোস্টে লিখেছেন, ‘অনন্য মামুনের মতো চরম মিথ্য🍎াবাদীর সঙ্গে শাকিব খানের আর কোনো ছবি করা উচিত না। শাকিব ভক্তদের সঙ্গে সে সে মারাত্মক ফাজলামি শুরু করেছে।’ তবু দিনশেষে ‘দরদ’-এর পাশে থাকতে চান গ্রুপটির এডমিন মিফতাহ উদ্দিন। পরিচালককে বয়কট করলেও ছবিটির যাতে ক্ষতি না হয়, সে দিকটা লক্ষ্য রাখতে আহবান জানিয়েছেন তিনি।

কিছু দিন আগে পুরান ঢাকার লায়ন সিনেমাসের সামনে শাকিব খানের ৫০ ফুট উঁচু কাটআউট উন্মোচনের কথাও বলেছিলেন মামুন। জোর গলায় বলেছিলেন, এমনটা ঢাকাই ছবির ক্ষেত্রে আগে দেখা যায়নি। অথচ শেষ পর্যন্ত দেখা যায়, কাটআউট নয়; বরং হলের সামনে একটি বড় ব্যানার সাঁটানো হয়েছে! এ নিয়েও সমালোচনার মুখ🀅ে পড়তে হয়েছে নির্মাতাকে।

এদিকে এত এত সমালোচনার বিপরীতে কোনো স্পষ্ট বার্তাও দিচ্ছেন না ম🧸ামুন। শুধু ছবির বিভিন্ন💛 স্থিরচিত্র, ক্যারেক্টার লুক পোস্ট করে মুক্তির তারিখ দিয়ে যাচ্ছেন।

১৫ নভেম্বর বাংলাদেশসহ ২০টি দেশে এ♓কসঙ্গে ‘দরদ’ মুক্তি পাবে, জানিয়েছেন মামুন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, মালদ্বীপ, সিঙ্গাপুরের মতো দেশগুলো।

এদিকে ‘দরদ’ সিনেমায়  শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সোনাল চৌহান পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাﷺহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।

‘দরদ’ সিনেমাটির মুল গল্প এবং চিত্রনাট্য রচনা করছেন পরিচালক অনন্য মামুন নিজেই। সংলাপ লিখেছেন প্রমতি এ ঘোষ। সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট🐲।

Link copied!