• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কমলা ২৭১, ট্রাম্প পাচ্ছেন ২৬৭!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:১৩ এএম
কমলা ২৭১, ট্রাম্প পাচ্ছেন ২৬৭!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে পেতে হয় অন্তত ২৭০টি ভোট। এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে কে জিতবেন, তা নিয়ে আসছে নানা পূর্ব🔯াভাস। এর মধ্যেই মার্কিন এক নির্বাচন বিশেষজ্ঞ দাবি করেছেন, এবারের নির্বাচনে জিততে চলেছেন কমলা।

সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, মার্কিন ন♋ির্বাচন বিশেষজ্ঞ নেট সিলভারের অনুমান, নির্ধারিত সংখ্যার চেয়ে এক ভোট বেশি বা ২৭১ ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছ✱েন কমলা হ্যারিস।

আর প্রেসিডেন্ট পদে নির্বাচনে কমলার মূল প্রতিদ্বন্দ্বী ডোনাল্🧸ড ট্রাম্প ২৬৭ ইলেক্টোরাল ভোট পাবেন বলে অনুমান সিলভারের।

প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে সমতা হওয়ার সম্ভাবনা ০.৩ শতাংশ। আর সেটি হলে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেয়ার পর প্রেসিডে༺ন্ট নির্বাচনে ভোট দেবেন। 

যদিও ঘটনা সꦦেই পর্যন্ত গড়ালে ট্রাম্প জিতে যাবেন বলে ধারণা করছেন নেট সিলভার।

এর আগে, অক্টোবরে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন এই নির্বাচন বিশেষজ্ঞ। দꦗু’বারই ট্রাম্পকে কমলার চেয়ে এগিয়ে রেখেছিলেন তিনি। 

তবে নির্বাচনের ঠিক আগ-মুহূর্তে প্রকাশিত নতুন ༒পূর্বাভাসে কমলার প্রেসিডেন্ট হওয়ার পূর্বাভাস দিয়েছেন সিলভার।

এ𒁏দিকে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘পোলিং গুরু’ নামে পরিচিত সিলভারের ব্যবহৃত মডেলে ৮০ হাজারের মধ্যে ৪০ হাজার ১২ ভোট বা ৫০ দশমিক ০১৫ শতাংশ জিতেছেন কমলা হ্যারিস। 

উল্লেখ্য, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি রাজ্যের মধ্যে ৪৯টির ফলাফলের সঠিক পূর্বাভাস দেয়ার মাধ্যমে ‘পূর্বাভাস গুরু’ বা ‘পোলিং গুরু’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন সিলভার।
 

Link copied!