• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বড় দরপতন, ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৭:২৮ পিএম
বড় দরপতন, ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির দাম
ভারতীয় রুপি। ফাইল ফটো

বড় দরপতনে ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে ভারতীয় রুপির দাম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ꦗভারতীয় রুপির এই দরপতন হয়। এ নিয়ে টানা সাত লেনদেন অধিবেশনে রুপির দাম মেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়꧋েছে লন্ডনভিত্তিক ඣসংবাদ সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার প্রতি ডলা🔴রের দাম দাঁড়ায় ৮৫ দশমিক ২৪২৫ রুপি। রুপির ইতি꧟হাসে এটিই সর্বনিম্ন দাম। চলতি বছরের অক্টোবরের শুরু থেকে রুপি ১ দশমিক ৭৪ শতাংশ দাম হারিয়েছে।

সংব🦹াদ সংস্থা রয়টার্সের তথ্যমতে, ২০২২ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের পর আর্থিক বাজারে এই প্রথম এক প্রান্তিকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করতে যাচ্ছে রুপি।

ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রে♉সিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপি তার মূল্যমান হারাচ্ছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের উপাত্ত অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর সময়ের মধ্যে ভারতের বাণিজ্য–ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি ভারতে বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার করা হয়েছে, চলতি প্রান্তিকে যার পরিমাণ ছিল ১০ দশমিক ৩ বিলিয়ন (১ হাজার ৩০ কোটি) ডলার। এর আগের প্রান্তিকে ভারতে ২০ বিলিয়ন বা ২🧸 হাজার কোটি ডলারের বিনিয়োগ এসেছিল।

ভারতীয় মুদ্রা এই অবস্থা নিয়ে অর্থনীতিবিদেরা বলছেন, এসব কারণে চলতি প্রান্তিকে ভারতে লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হয়েছে। বর্তমান অর্থবছর শে🧸ষে ভারতে ২০ বিলিয়ন (২ হাজার কোটি) থেকে ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের ধনাত্মক লেনদেন ভারসাম🎶্য হবে বলে মনে করা হচ্ছে। গত অর্থবছরে ভারতে ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) ডলারের বাণিজ্য উদ্বৃত ছিল।

বাণিজ্যে♑ লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্๊যে থাকবে বলে আইডিএফসি ফার্স্ট ব্যাংক জানিয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ৮৬ রুপিতে𝓰 দাঁড়াবে বলে ব্যাংকটি মনে করছে। অর্থাৎ ভারত☂ীয় রুপি এ সময়ে আরও দুর্বল হবে। 

Link copied!